Connect with us

ক্রিকেট

সিরিজের প্রথম ম্যাচে বড় জয় অস্ট্রেলিয়ার

Published

on

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। ফিঞ্চ-স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৩৭৪ রানের সংগ্রহ পেয়েছিল স্বাগতিকরা। জবাবে ভারত থেমেছে ৩০৮ রানে। ৬৬ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই যেন বড় উপহার পায় ভারত। অবৈধ বলসহ মোট ১১টি বল ছুড়ে ওভার শেষ করতে হয় মিচেল স্টার্ককে। ভারত পায় ২০টি মূল্যবান রান। এরপর থেকে দ্রুত রান তোলার ধারাও অব্যহত রাখে তারা। তবে মায়াঙ্ক আগারওয়াল (২২), বিরাট কোহলি (২১), শ্রেয়াশ আইয়ার (২), লোকেশ রাহুল (১২) বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ওখানেই পিছিয়ে পড়ে ভারত। প্রহর গুণতে থাকে বড় পরাজয়ের। ভারতের টপ অর্ডারকে দ্রুত প্যাভিলিয়নের পথ দেখান জস হ্যাজলউড।

তবে এরপরও ওপেনার শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে লড়াই জমিয়ে দেন তরুণ হার্ডহিটার হার্দিক পান্ডিয়া। এই দুইজনে মিলে গড়েন ১২৮ রানের লম্বা জুটিও। যাতে ভর করে অনেকটা জয়ের দুঃস্বপ্নও দেখতে শুরু করে ভারতীয় সমর্থকরা। 

তবে তা ওই পর্যন্তই। শিখরকে আউট করে স্বপ্ন দেখানো জুটিটি ভেঙে দেন অ্যাডাম জাম্পা। অজি লেগ স্পিনারের শিকার হওয়ার আগে ৮৬ বলে ৭৬ রান করেন শিখর। পান্ডিয়াকেও বেশিক্ষণ টিকতে দেননি জাম্পা। তার স্পিনের নীল ছোবলে বিদায় নেন ৭৬ বলে ৯০ রানের ইনিংস খেলা পান্ডিয়া। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা।

পান্ডিয়ার বিদায়ের সঙ্গে সঙ্গেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। শেষ দিকে রবীন্দ্র জাদেজা ৩৭ বলে ২৫ ও নবদ্বীপ সাইনি ৩৫ বলে ২৯ রান করলেও তা পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র। শেষ অবধি ব্যাট করলেও ভারত থামে ৮ উইকেটে ৩০৮ রানে।

Advertisement

ফলে ৬৬ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পক্ষে জাম্পা ৪টি ও হ্যাজলউড ৩টি উইকেট শিকার করেন।

তার আগে টস জিতে ব্যাটিং করে ৩৭৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের পক্ষে শতক হাঁকান অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথ। ফিঞ্চ ৯টি চার ও ২টি ছক্কায় ১২৪ বলে করেন ১১৪ রান। স্মিথ খেলেন ঝড়ো ইনিংস। তার ব্যাট থেকে আসে ৬৬ বলে ১০৫ রান। ম্যাচ সেরা স্মিথের ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা।

এছাড়াও গ্লেন ম্যাক্সওয়েলও খেলেন এক টর্নেডো ইনিংস। ১৯ বলে ৪৫ রান সংগ্রহ করেন অজি এই হার্ডহিটার। তার এই বিনোদনপূর্ণ ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। এছাড়া ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকেও আসে মূল্যবান ৭৬ বলে ৬৯ রান। যাতে ১৫৬ রানের ভিত পায় অজিরা।

এদিন ভারতীয় বোলারদের সবাই ছিলেন খরুচে। সফরকারীদের পক্ষে সেরা বোলিং করেন মোহাম্মদ শামি। ১০ ওভারে ৫৯ রানের বিনিময়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। অন্যদিকে, যুজবেন্দ্র চাহাল ৮৯ রান, নবদ্বীপ সাইনি ৮৩ রান, জাসপ্রীত বুমরাহ ৭৩ ও জাদেজা খরচ করেন ৬৩ রান।

এস

Advertisement

ক্রিকেট

শরীফুলের চোট নিয়ে যা জানালো বিসিবি

Published

on

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের শেষ ওভারটি করার সময় হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে নিজের বোলিং হাতে চোট পান পেসার শরীফুল ইসলাম।

সেই সময় আর বোলিং করতে পারেননি ৩.৫ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেওয়া শরীফুল। ম্যাচ শেষে শরীফুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে।

শরীফুলের চোটের সর্বশেষ অবস্থা রোববার বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শরীফুলের শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

শরীফুল কবে ফিরবেন এ বিষয়ে দেবাশীষ বলেন, ‘সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

জয় দিয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

Published

on

১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে  প্রথম ৮ ওভারে ৪৮ রান তোলে যুক্তরাষ্ট্র। তখন জয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল ৭২ বলে ১৪৭ রান।  সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ ৫৮টি বৈধ ডেলিভারির মধ্যে ১৪৯ রান তুলেছে তারা।

বলা যায় ৮ ওভারের পর থেকে অ্যারন জোন্স ও আন্দ্রিস গুস ডালাসে নবম ওভারে ১৯ রান তুলে ঝড় শুরু করেন।  পরের ওভারে কানাডার অধিনায়ক সাদ বিন জাফর দেন ১৪ রান। ইনিংসের ১১তম ওভারে  ডিলন হেইলিগার খরচ করেন ১১ রান। আর পরের ওভারে স্পিনার পরগাত সিং দেন ১৫ রান। সেই সময় শেষ ৮ ওভারে ৮৯ রান প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের।

১৩ ও ১৪তম ওভারেই মূলত খেলা শেষ করে দেন জোন্স ও গুস।  ইনিংসের ১৩তম ওভারে জোন্সের ৩ ছক্কায় রান ওঠে ২০। পরের ওভারে পেসার জেরেমি গর্ডন দেন ৩৩ রান। সেই ওভারে গর্ডন বল করেন ১১টি। ৩টি ওয়াইডের সঙ্গে দেন দুটি নো বল।

শেষ ৬ ওভারে মাত্র ৩৬ রানের সহজ সমীকরণ দাঁড়ায় যুক্তরাষ্ট্রের সামনে। এরপর কানাডা টানা তিনটি ওভার ১০ রানের নিচে রাখলেও শেষ রক্ষা হয়নি। ইনিংসের ১৮তম ওভারের প্রথম বলে চারের পর টানা দুই ছক্কা মেরে যুক্তরাষ্ট্রকে ম্যাচ জেতান জোন্স। ৪০ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন তিনি।

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

উদ্বোধনী ম্যাচে তাক লাগালো কানাডা

Published

on

উদ্বোধনী ম্যাচটায় অনেকটা তাক লাগিয়ে দিয়েছে কানাডা! কিছুদিন আগে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জেতা যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। স্বাগতিক বোলারদের তুলোধুনো করে পাহাড়সমান পুঁজি দাঁড় করিয়েছে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে আসা কানাডা। শেষের ১২ বলে ৩৫ রানের সুবাদে ৫ উইকেটে ১৯৪ রান করেছে তারা।

রোববার (২ জুন) ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে ১৯তম ওভারে ১৪ রানের পর শেষ ওভারে ২১ রান তুলেছে কানাডা। ওই ওভারগুলোতে ক্যামিও খেলা শ্রেয়াস মোভা ১৬ বলে ৩২ ও দিলপ্রিত সিং ৫ বলে ১১ রান করেন।

কানাডার বড় সংগ্রহের গোড়াপত্তন করে দিয়ে যান তাদের টপঅর্ডারের দুই ব্যাটার। ৪১ রানের উদ্বোধনী জুটি হয় এদিন। ২৩ রান করে অ্যারন জনসন বিদায় নেন পাওয়ারপ্লের মধ্যেই। ওয়ানডাউনে নামা পারগাত সিং স্কোর বোর্ডে ৫ যোগ করে রানআউট হন। এরপর বড় জুটি করেন ওপেনার নাভনিত ধালিওয়াল ও নিকোলাস কিরটন।

৬২ রানের জুটিতে ধালিওয়াল হাফসেঞ্চুরি তুলে নেন। ৪৪ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন ধালিওয়াল। এরপর হাফসেঞ্চুরি করেন কিরটনও। ৩১ বলে ৫১ রানের ইনিংসে তিনি ৩টি চার ও ২টি ছয়ের মার খেলেন। শেষদিকে তো ঝড়ই তুলেন মোভা ও দিলপ্রিত। যুক্তরাষ্ট্রের হয়ে ১টি করে উইকেট নেন আলি খান, হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন।

টিআর/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version