Connect with us

ঢাকা

মিরকাদিমে বিস্ফোরণে দগ্ধ মেয়রের স্ত্রীর মৃত্যু

Published

on

মুন্সিগঞ্জের মিরকাদিমের মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মেয়র স্ত্রী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (১০এপ্রিল) দুপুর ১টায় দিকে রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে শুক্রবার (৯এপ্রিল) তার শারীরিক অবস্থার অবনতি হলে ৭২ঘন্টার জন্য লাইফ সাপোর্টে নেয়া হয়েছিলো।  

বিষয়টি নিশ্চিত করে পৌর মেয়র, চিকিৎসকের বরাতে তিনি জানান, ঘটনার দিন নিহতের শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিলো।

এদিকে ওই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অপর ১২ জনের মধ্যে পৌরসভার এক কর্মকর্তা মনির হোসেন(৫০) সহ ২ জন গুরুতর অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬এপ্রিল) রাত নয়টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় কাউন্সিলর ও অন্যদের সাথে নিজ বাড়িতে পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়র আব্দুস সালাম আলোচনায় বসেন। 

এর কিছুক্ষণ পরই বিকট শব্দে ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পৌর মেয়র স্ত্রী কানন বেগম(৪০), ২ প্যানেল মেয়র রহিম বাদশা(৫৫), আওলাদ(৪০), কাউন্সিলর দ্বীন ইসলাম, মোঃ সোহেল সহ   যুবলীগ কর্মী তাইজুল(২০), মোঃ মোশারফ(৬২), মনির হোসেন(৫০), শ্যামল দাশ(৪৫),  পান্না(৫০), কালু(৪০), কানন(৪০) ও মহিউদ্দিন মোট ১৩জন দগ্ধ হয়। ঘটনার পরই ১২জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে প্রেরণ করা হয়েছিলো।

বিস্ফোরণের বিষয়টি নিয়ে রহস্য ও প্রতিপক্ষের পরিকল্পিত হামলা হতে পারে বলে অভিযোগ তুলে আহতদের স্বজনরা। তবে ঘটনার পর সিআইডির বোমা নিষ্ক্রিয় টিম, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ ঘটনাস্থলের আলামত পরীক্ষার করে তদন্ত চালাচ্ছেন।

এস

Advertisement

ঢাকা

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

Published

on

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্ট প্রকল্পের আওতায় পাইপলাইন অপসারণ বা প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড) এলাকার সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্কুলশিক্ষককে ৩ দিনের জেল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক স্কুলশিক্ষককে তিন দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত কামরুল হাসান খান (৪৪) উপজেলার রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক শেখ।

জানা যায়, “ভোটারদের জোরপূর্বক ভোট দেয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারণার অভিযোগে কামরুলকে এই সাজা দেয়া হয়েছে।”

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন, নারী ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৮টি এবং ভোটকক্ষের সংখ্যা ৯৮৪টি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু বলেন, “সকালে ওই কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারণার অভিযোগে কামরুলকে তিন দিনের জেল দেয়া হয়েছে।”

Advertisement

প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল বলেন, “বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।”

তিনি বলেন, এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৩৬৫ জন। মোট বুথ ৮টি। এ কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১২০ ভোট কাস্ট হয়।

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

আড়াইহাজারে একাধিক কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোটদান

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের ‘ঘোষিত’ প্রার্থীকে প্রকাশ্যে ভোট দেয়া, গোপন বুথে এজেন্টদের নজরদারি, মুঠোফোন নিয়ে এজেন্টদের বুথে প্রবেশ ও জাল ভোট দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ মে) আড়াইহাজার উপজেলায় এই ঘটনা ঘটে।

উপজেলার অধিকাংশ কেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

শাহজালাল মিয়ার বিপরীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া প্রতীক)।

তাদের মধ্যে সাইফুল ইসলামকে নিজের প্রার্থী ঘোষণা করেছেন বলে আড়াইহাজারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রার্থী শাহজালাল মিয়া।

Advertisement

এই প্রার্থী ও তার সমর্থকরা অভিযোগ করেন, ভোট শুরু হওয়ার পর সকাল নয়টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের ৯৮ নম্বর দড়ি সভ্যবান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে ১ নম্বর বুথে কয়েকজন ভোটারকে প্রকাশ্যে ঘোড়া প্রতীকে ভোট দিতে দেখা যায়। ভোট দেয়ার পর ওই ভোটার ফের লাইনে দাঁড়ান এবং আবারও ভোট দিতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে যান। এ সময় তার হাতের আঙ্গুলে লাগানো অমোছনীয় কালি দেখিয়ে ফের ভোট দিতে আসার কারণ জানতে চাইলে ওই ভোটার কোনও সদুত্তর দিতে পারেননি।

এ সময় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুরাদ হোসেন এসে ওই ভোটারকে বুথের বাইরে নিয়ে যান এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে কেন্দ্র থেকে চলে যেতে সহায়তা করেন বলে অভিযোগ করেন প্রার্থী শাহজালাল মিয়া।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুরাদ হোসেন ভূঁইয়া বলেন, ‘দোয়াত কলমের একজন এজেন্টও আসেননি। আমি সুষ্ঠু ভোটের চেষ্টা করছি। কিন্তু আমি একদিকে গেলে ওরা আরেকদিক থেকে প্রবেশ করে। যা ঘটেছে তার জন্য আমি আন্তরিক দুঃখিত।’

এ বিষয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, ‘আমি এলাকায় নাই। কেউ আমার নাম বললেই সেটা সত্য হবে এমন নয়। আমি খোঁজ নিয়ে যতোটুকু জেনেছি নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে এবং ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। আর যে প্রার্থী অত্যধিক জনপ্রিয় তার পক্ষে ব্যাপক ভোট পড়বে এটাই স্বাভাবিক। ভোট নিয়ে আমার কোনও নির্দেশনা থাকার প্রশ্নই উঠে না।’

এদিকে সকাল থেকে আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর কেন্দ্রে ঘোড়া প্রতীকে প্রকাশ্যে ভোট দিতে দেখা গেছে। শনিবার ওই কেন্দ্রে গোপন বুথে ভোট না দিয়ে প্রকাশ্যে ভোট দেয়ার নির্দেশ দিয়েছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন সিকদার।

Advertisement

এসব ঘটনার ব্যাপারে বেলা ১১টায় সরকারি সফর আলী কলেজ কেন্দ্রে শাহজালাল মিয়া সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের পরিবেশ গতকাল রাত থেকে নষ্ট করা হয়েছে। কোথাও আমার এজেন্টরা কেন্দ্রে ঢুকতে পারেনি। ফতেহপুর, কালাপাহাড়িয়া ও দুপ্তারায় প্রকাশ্যে সিল মারা হচ্ছে। আনারস ও ঘোড়া মার্কার প্রার্থীদের এজেন্টরা এক হয়ে এই কাজগুলো করছেন। সংসদ সদস্য নিজে এবং তার লোক দিয়ে এসব কাজ করাচ্ছেন।’

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোথাও কোথাও কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা সেগুলোর প্রতিকার করছি।’

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version