বিশ্বে একদিনে আক্রান্ত পৌনে সাত লাখ

করোনাভাইরাসে একদিনে সারাবিশ্বে আক্রান্ত শনাক্ত হয়েছে পৌনে সাত লাখের বেশি মানুষ। ৬ লাখ ৮৪ হাজার ৫৩৭ জন নতুন আক্রান্ত শনাক্তসহ এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৬২ লাখ ১১ হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছে ১২ হাজার ১২৬ জন। এর মধ্যে দিয়ে সারাবিশ্বে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৩ হাজারে।

এখনও পর্যন্ত এবং একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রেই। সেখানে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ২ হাজার ৭১৮ জন।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে আর মোট মৃতের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুনঃ

বিশ্বজুড়ে সুস্থ ৪ কোটি ৬২ লাখের বেশি মানুষ

বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু​

একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ইটালিতে। ২৪ ঘণ্টায় ৮১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫৮ হাজার ৮০০ ছাড়িয়েছে।  সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ।

ভারতে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৬ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৫০৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত ৯৬ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ।

ব্রাজিলে মোট আক্রান্ত শনাক্ত ৬৫ লাখ ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে প্রায় ১ লাখ ৭৬ হাজার মানুষ।

এস

Recommended For You

Exit mobile version