লকডাউন বাড়লো আরও সাত দিন

চলমান বিধিনিষেধ (লকডাউন) আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত তা বহাল থাকবে। এসময় গণপরিবহন বন্ধ থাকবে। জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন হতে পারে।

ফরহাদ হোসেন জানান, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনস্বাস্থ্যবিদদের পরামর্শে বিধিনিষেধ এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

তিনি জানান, বিধিনিষেধের মধ্যে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল-দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাবে। এসময় গণপরিবহন বন্ধ থাকবে।

Recommended For You

Exit mobile version