ব্যাংক চায় এফবিসিসিআই, জানেন না অর্থমন্ত্রী

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) যে ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়, সে বিষয়ে কিছুই জানেন না অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

বুধবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এফবিসিসিআই থেকে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি। কেউ আমার সঙ্গে দেখা করেনি, কোনো আলোচনাও করেনি। এ সম্বন্ধে আমি জানি না। যখন জানব, তখন বলব।’

জানা গেছে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই গত রোববার পর্ষদ বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে তারা একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়। ব্যাংকের পাশাপাশি বীমা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতালও করতে চায় সংগঠনটি। তার আগেই সরকারের উচ্চ মহলে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এফবিসিসিআইয়ের শীর্ষ নেতারা। সেখান থেকে ইতিবাচক বার্তা পাওয়ার পরই পর্ষদ সভায় তোলা হয়।

দেশে বর্তমানে সরকারি-বেসরকারি ৬১টি ব্যাংক চালু আছে। যার মধ্যে আওয়ামী লীগ সরকারের মেয়াদে ২০১২ সালে ৯টি নতুন ব্যাংকের অনুমোদন দেয়া হয়।

এস

Recommended For You

Exit mobile version