জাপানে করোনার বিধিনিষেধ মানাতে আইন পাস

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জরুরি অবস্থা চলাকালে জনগণকে সরকারের নিয়ম মানতে বাধ্য করতে নতুন আইন পাস করেছে জাপানের পার্লামেন্ট। বুধবার ভাইরাস প্রতিরোধী আইন-২০২১ পাস হয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষে। এর আগে পার্লামেন্টের নিম্নকক্ষে এই আইনের খসড়া পাস হয়েছিল।

দেশটির সংবাদমাধ্যম জাপান টুডে জানায়, পার্লামেন্টের উচ্চকক্ষে আইনটি পাস হওয়ায় কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হবে এটি। এর ফলে জরুরি অবস্থা চলাকালীন আইন ভঙ্গের অপরাধে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করতে পারবে প্রশাসন। পাশাপাশি, করোনায় আক্রান্ত ব্যক্তি স্বাস্থবিধি না মানলে বা তথ্য গোপন করলে তাদেরও জরিমানা গুণতে হবে।

এতোদিন জনগণের ওপর চাপিয়ে দেওয়ার মতো কোনো আইন ছিল না জাপানে। জরুরি অবস্থা চলাকালীন সরকার ঘোষিত বিধিনিষেধ মানতে বাধ্য ছিল না দেশটির জনগণ।

নতুন আইন অনুযায়ী রেস্তোরাঁ, পানশালা, নাইট ক্লাব অতিরিক্ত সময় খোলা রাখা হলে সংশ্লিষ্টদের জরিমানা করতে পারবে সরকার।

চলমান জরুরি অবস্থার মেয়াদ আরো একমাস বাড়ানো হয়েছে জাপানে। জরুরি অবস্থা বহাল থাকবে আগামী সাত মার্চ পর্যন্ত। তবে, পরিস্থিতির উন্নতি হওয়ায় শুধু তোচিগি প্রিফেকচারের জরুরি অবস্থা শেষ হবে চলতি মাসের সাত তারিখে।

 

এসএন

Recommended For You

Exit mobile version