অসুস্থ প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়, ভর্তি হাসপাতালে

ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় অসুস্থ। তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর গায়ে জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে, সারা শরীর জুড়ে রয়েছে যন্ত্রণা।

আর এন টেগর হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তার শরীরে করোনার উপসর্গ আছে তাই অভিনেত্রীকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।

বাংলা সিনেমায় দীর্ঘ ২৫ ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সন্ধ্যা রায়। মাত্র ১৬ বছর বয়সে ‘মামলার ফল' (১৯৫৭) ছবির মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী।

তাঁর অন্যতম ছবিগুলির মধ্যে রয়েছে সত্যজিত রায়ের ‘অশনি সংকেত’ এবং তরুণ মজুমদারের ‘ঠগিনি’। অন্যদিকে পুরোদস্তুর বাণিজ্যিক চলচ্চিত্রেও অভিনয় করে অসংখ্য ভক্তের সুনাম কুড়িয়েছেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও সমান সফল তিনি। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিতে মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

মুনিয়া

Recommended For You

Exit mobile version