রিভিউ অপশন আনছে টুইটার

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আক্রমণাত্মক টুইট করা আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এতে করে সৃষ্টি হচ্ছে বিপত্তি। বাড়ছে ঝামেলাও। এ বিপত্তি থেকে মুক্তি পেতেই রিভিউ অপশন আনছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। মূলত টুইটারকে আরও শালীন ও স্বাধীন করার জন্যই এ উদ্যোগ বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা।

আসছে সপ্তাহ থেকেই নতুন এ ফিচারটি চালু করা হবে। যেখানে ব্যবহারকারীকে আক্রমণাত্মক রিপ্লাই দেয়ার আগে টুইটটি পুনরায় দেখার জন্য নোটিফিকেশন দেয়া হবে। টুইটারের মেশিন ল্যাঙ্গুয়েজ টুইটের ধরন বুঝেই এ নোটিফিকেশন পাঠাবে। নোটিফিকেশনের সঙ্গে টুইট এডিট করা, ডিলিট করা বা কোনো পরিবর্তন ছাড়াই পাঠানোর অপশন দেয়া হবে।

অবশ্য আইফোন ব্যবহারকারীদের জন্য এ ফিচারটি প্রথমে চালু করা হবে। দ্বিতীয় ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে।

টুইটার জানায়, এ ফিচারের মাধ্যমে তারা আক্রমণাত্মক ও ক্ষতিকর টুইটের পরিমাণ কমাতে সক্ষম হতে পারবে।

মুনিয়া

Recommended For You

Exit mobile version