আল-আকসা মসজিদে ইসরায়েলিদের তাণ্ডব

আল-আকসা মসজিদের ভেতরে ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

সোমবার (১০ মে) কয়েকশ’ ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদের ভেতরে হামলা চালায়। এ সময় ইসরায়েলি হেলিকপ্টারগুলো আল-আকসা মসজিদের ওপর দিয়ে উড়তে দেখা গেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানিয়েছে, সহিংসতায় কয়েকশ’ মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিস্তিনিদের রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা জানান, চিকিৎসাকর্মীদের সহিংসতার জায়গায় পৌঁছতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।  কমপক্ষে ৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি অভিযানে ছয়জন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতরে টিয়ার গ্যাস দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া মসজিদে ভেতরেই ফিলিস্তিনি নারীদের ওপর স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে তারা। 

এর আগে, রোববার (৯ মে) লাইলাতুল কদরে জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছে কয়েক হাজার মুসল্লি যখন নামাজ আদায় করেন, তখন ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, এই সময় সংঘর্ষে শিশুসহ ৮০ জন আহত হয়েছে। সূত্র: রয়টার্স

Recommended For You

Exit mobile version