Connect with us

ক্রিকেট

মেন্ডিসকে ফিরিয়ে তৃতীয় সাফল্য তাসকিনের

Published

on

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইওয়াশ থেকে বাঁচতে ব্যাটিংয়ে নেমে তাসকিনের পেস তোপে পড়েছে লঙ্কানরা। এখন পর্যন্ত লঙ্কানদের তিনটি উইকেট পকেটে পুরেছেন তাসকিন। প্রথম দুই উইকেট পতনের পর তৃতীয় উইকেটে অধিনায়ক কুশাল পেরেরা কুশাল মেন্ডিসকে নিয়ে দারুণ প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছেন। কিন্তু মেন্ডিসকে ব্যক্তিগত ২২ রানে মিড অফে তামিম ইকবালের ক্যাচ বানিয়েছেন ম্যাচে তৃতীয় উইকেট শিকার করেন তাসকিন।

এর আগে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। দুপুর ১ টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। গাজী টিভি, র‌্যাবিটহোল ও টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে। 

ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের বোলারদের বেশ ভুগিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে দুই লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা ও কুশাল পেরেরা প্রথম ১০ ওভারের ৭৭ রান সংগ্রহ করে। 

১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই জোড়া উইকেট তুলে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। উইকেটে সেট হয়ে যাওয়া গুনাথিলাকাকে ইনসাইড এজে বোল্ড করায় প্রথম উইকেটের দেখা পায় টাইগাররা। একই ওভারে পাথুম নিশাঙ্কাকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি।

এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। লিটন দাসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাইম শেখ। দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ায় এই ম্যাচে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে সেরা একাদশে তাসকিন আহমেদ। যদিও তিনি দ্বিতীয় ম্যাচে সাইফউদ্দিনের কনকাশন সাব হিসেবে মাঠে নেমে দারুণ বোলিং করেছিলেন।

Advertisement

এদিকে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। উইকেটরক্ষক হিসেবে ফিরেছেন নিরোশান ডিকওয়েলা। এ ছাড়া তিনজন ক্রিকেটারের অভিষেক ঘটিয়েছে তারা।

রমেশ মেন্ডিস চামিকা করুনারত্নে এবং বিনুরা ফারনান্দো। এই তিন জনকে দলে জায়গা দিতে একাদশের বাইরে রয়েছেন লাক্সান সান্দাকান, ইসুরু উদানা এবং দাসুন শানাকা।

বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল খান (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলংকার একাদশ
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা,পাথুম নিশানকা, রমেশ মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো এবং দুশমন্থ চামিরা।

এএ

Advertisement

ক্রিকেট

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন, অবিক্রিত অন্যরা

Published

on

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদ। আজ মঙ্গলবার (২১ মে) এলপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। যেখানে তাসকিনকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তার ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সেখানে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে, বিশ্বকাপে নিজেদের মেলে ধরবে তারা। চোটে আক্রান্ত তাসকিনও আছেন দলের সাথে। যুক্তরাষ্ট্র সিরিজ তিনি খেলতে পারবেন না। তবে বিশ্বকাপে তাকে দেখা যাবে, আশা করা যায়। দলের সহ অধিনায়কও তিনি।

তাসকিন দল পেয়েছেন। তবে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম- তারা ছিলেন অবিক্রিত। বাংলাদেশি পেসারের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ভাগ্য খুব সদয় হয়নি কখনো। হয়তো চোট, নয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পাওয়া হয় না- এমন হয়ে থাকে।

বাংলাদেশের হয়ে ৬১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তাসকিন। উইকেট নিয়েছেন ৬৪ টি।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

লঙ্কা প্রিমিয়ার লিগে মোস্তাফিজ

Published

on

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আগামীকাল অনুষ্ঠিত হবে লিগটির নিলাম। তার আগেই প্রকাশিত হয়েছে সরাসরি চুক্তিতে যারা দলে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের নাম। পাশাপাশি ‘রিটেইন’ খেলোয়াড়দের নামও প্রকাশ করেছে তারা। মোস্তাফিজের সাথে চুক্তি হয়েছে ডাম্বুলা থান্ডার্সের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই শুরু হবে এলপিএল। এরমধ্যে আনুষ্ঠানিকতা চলছে শ্রীলঙ্কার লিগটির। দলের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এখন মোস্তাফিজ। সব ঠিক থাকলে এই বাঁহাতি পেসার এবারই প্রথম এলপিএল খেলবেন। আর এদিকে বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আইপিএলের চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মোস্তাফিজ। যদিও সবগুলো ম্যাচ খেলার সুযোগ হয়নি। তার আগেই ফিরতে হয়েছে দেশে। তবে যতদিন চেন্নাই শিবিরে ছিলেন, পারফরম্যান্সটা বেশ ভালোই ছিল। খেলেছিলেন ৯ ম্যাচ, উইকেট সংগ্রহ করেন ১৪ টি। এই মৌসুমে চেন্নাইয়ের হয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট-শিকারি বোলার।

 

Advertisement

এম/এইচ

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

“রোহিত জানে কীভাবে চাপ ডুবিয়ে রাখতে হয়”

Published

on

ভারতের বিশ্বকাপ-খরা ভেঙে শিরোপা অর্জন কঠিন হয়ে দেখা দেয় প্রায় সময়ই। বিশেষ করে সাম্প্রতিক সময়ের দিকে তাকালেও তা প্রকাশ পায় ভীষণভাবে। ঘরের মাটিতে ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে উঠেছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা অর্জিত হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার, ২০০৭ সালে সুযোগ হয়েছিল ট্রফি ঘরে আনার। এবার অবশ্য নিজ দেশের সম্ভাবনা দেখছেন ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ান।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, আয়ারল্যান্ডের বিপক্ষে নিউ ইয়র্কে। তারকা ব্যাটার ধাওয়ান জানিয়েছেন, “অবশ্যই, বিশ্বকাপে ভারতের খেলা বেশ চাপের। এবং রোহিত (শর্মা) বেশ অভিজ্ঞ লোক। আমি নিশ্চিত তার অভিজ্ঞতা খুব কাজের হবে। সে জানে কীভাবে চাপ ডুবিয়ে রাখতে হয়। আর অবশ্যই ভারত রঙ-বেরঙে বেরিয়ে আসবে।”

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ঘরে তোলে ভারত। এরপর আর একবার ফাইনাল খেলার সৌভাগ্য হয়েছিল দলটির, সেটা ২০১৪ সালে। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে হেরে শিরোপা অধরা থেকে যায় ভারতের জন্য।

ভারতের ঝুলিতে সর্বশেষ আইসিসি শিরোপা এসেছে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ধাওয়ান শুধু রোহিতের অভিজ্ঞতায় ভরসা রাখছেন এমন নয়। তিনি স্কোয়াডের বেশ কিছু খেলোয়াড় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এই বাঁহাতি ব্যাটার বলেন, “এটা দেখতে খুব ভালো লাগে যে; শিভাম দুবে, যুজি (যুজবেন্দ্র চাহাল) এবং সানজু (স্যামসন)- তারা আইসিসি টুর্নামেন্টে নিজেদের যোগ্য জায়গা পেয়েছে। আমরা খুবই ভারসাম্যপূর্ণ দল পেয়েছি এবং আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। শুভকামনা ভারত।”

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version