পাঁচ রোহিঙ্গা ক্যাম্পে লকডাউনের মেয়াদ বাড়লো

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলাসহ ৫টি রোহিঙ্গা ক্যাম্পে আগামী ৬ জুন পর্যন্ত লকডাউন বাড়িয়েছে স্থানীয় প্রশাসন।

এর আগে, গত ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত দশ দিন ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়েছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে সীমান্ত উপজেলা টেকনাফে ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আগামী ৬ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।

এদিকে উখিয়া ও টেকনাফের ৫টি রোহিঙ্গা ক্যাম্পেও আজ থেকে লকডাউনের সময়সীমা আরও ৭ দিন বাড়ানো হয়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ্দৌজা জানান, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে উখিয়ার ২, ৩, ৪, ১৫ ও ২৪ নাম্বার ক্যাম্পকে ১০ দিনের জন্য লকডাউন করে দেওয়া হয়েছিল। এই লকডাউনের মেয়াদ আর ৬ দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, ক্যাম্পে চিকিৎসা, খাদ্য পণ্যসহ জরুরি কাজ ছাড়া সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে।

মুনিয়া

Recommended For You

Exit mobile version