তৃতীয় মেয়াদে ক্ষমতায় শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী কংগ্রেসে নতুন মেয়াদে শীর্ষ পদে উঠে এসেছেন। সপ্তাহব্যাপী কংগ্রেসের পর তৃতীয় মেয়াদে চীনের নেতা নির্বাচিত হলেন তিনি ।

রোববার (২৩ অক্টোবর) কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা এএফপি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: বাসস

চীনের নেতা হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদে জয়লাভ করার পর শি জিনপিং আজ ‘নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের’ প্রতিশ্রুতি দিয়েছেন।

বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, চীনে কোনো ব্যক্তি আগে সর্বোচ্চ ২ মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্বপালন করতে পারতেন। তবে ২০১৮ সালে এই নিয়ম বাতিল হওয়ায় শি জিনপিংয়ের তৃতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণ নিশ্চিত হলো।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version