Connect with us

ফুটবল

অ্যানফিল্ডে লিভারপুলকে উড়িয়ে দিলো ম্যানসিটি

Published

on

গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দুই বড় দল ম্যানসিটি এবং লিভারপুল মুখোমুখি হয়েছিল। কিন্তু ম্যাচে পুরোপুরি একতরফা খেলে লিভারপুলকে রীতিমত উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।

অ্যানফিল্ডে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচে লিভারপুলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। সিটির হয়ে জোড়া গোল করেন গুন্দোগান। একটি করে গোল করেন স্টার্লিং এবং ফোডেন। লিভারপুলের একমাত্র গোলটি করেন সালাহ।

ম্যাচের প্রথমার্ধে কোন পক্ষই গোলের দেখা পায়নি। গুন্দোগান পেনাল্টি মিস না করলে এগিয়ে যেতে পারত সিটিজেনরা। তবে বিরতির পর সেই গুন্দোগানের গোলেই ৪৯ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি।
 
৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন মোহাম্মদ সালাহ। কিন্তু ৭৩ মিনিটে গুন্দোগান ফের গোল করে এগিয়ে দেন সিটিকে।
 
৭৬ মিনিটে স্টার্লিং গোল করে ব্যবধান বাড়ানোর পর ৮৩ মিনিটে ফিল ফোডেন লিভারপুলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

এই ম্যাচে হারের সঙ্গে সঙ্গে কার্যত এই মৌসুমে ইপিএলে শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেল লিভারপুলের। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪০। ২২ ম্যাচে ম্যানসিটির সংগ্রহ ৫০ পয়েন্ট।

এএ

Advertisement

ফুটবল

রোনালদোকে কাঁদিয়ে নেইমারদের শিরোপা উদযাপন

Published

on

ইয়াসিন বনুর ম্যাচ জয়ী সেইভ দিতেই গ্যালারি থেকে নেইমারের দৌড়। এসেই লাফ দিলেন সতীর্থদের মাঝে।  অন্যদিকে কান্না আটকিয়ে রাখার চেষ্টায় রোনালদো। তবে তা পারলেন না পর্তুগিজ মহাতারকা।

সৌদি কিংস কাপের ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেইমার জুনিয়রের আল নাসর। যদিও ইনজুরির কারণে খেলতে না পারা নেইমারকে থাকতে হয়েছে গ্যালারির দর্শক হয়ে।

রোনালদো খেলেছিলেন পুরো ম্যাচে। তবে শেষ পর্যন্ত আসেনি দলের জয়। মৌসুম জুড়ে ট্রফি না পাওয়ার কষ্টটা তাই স্পষ্ট রোনালদোর চোখের পানিতে।

খেলার মাত্র ৭ মিনিটেই মিত্রোভচের গোলে এগিয়ে গিয়েছিলো আল হিলাল। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে ম্যাচে সমতা আনেন আয়মান ইয়াহিয়া।

এরপর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানেও গোল করতে ব্যর্থ হয় দুই দলই, ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

Advertisement

পেনাল্টি শ্যুট আউটে প্রথম শটই মিস করে দুই দলই। এরপর বাকি চারটি শটে গোল করে আল হিলাল ও আল নাসর। আবার ষষ্ঠ শট মিস হয় দুই দলের। তবে সপ্তম শটে আল হিলাল গোল করতে পারলেও আল নাসর ব্যর্থ হয় গোল করতে।

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ ও বাংলাদেশ-ভারতের ম্যাচ সহ টিভিতে আজকের খেলা

Published

on

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।  রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

এছাড়াও আজ শনিবার (১ জুন) টিভিতে যতো খেলা।

 

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ফাইনাল

Advertisement

রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড

রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রস্তুতি ম্যাচ

Advertisement

বাংলাদেশ-ভারত

রাত ৮-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১ ও নাগরিক টিভি

 

ফ্রেঞ্চ ওপেন

৩য় রাউন্ড

Advertisement

বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ২ ও ৫

 

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

গ্রুপ পর্ব

বিকেল ৪টা, টি স্পোর্টস

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

শত ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশ

Published

on

ছবি; ফিরোজ আহমেদ

চাইনিজ তাইপের কাছে প্রীতি ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ নারী দল। দুই দলের র‍্যাংকিং অবশ্য পার্থক্য বলে দেয়। তাইপে ও বাংলাদেশের র‍্যাংকিংয়ে ব্যবধানের পার্থক্য এক’শ। অর্থাৎ বাংলাদেশ যেখানে ১৪০ নম্বরে অবস্থান করছে, তাইপে সেখানে ৪০তম অবস্থানে। ফলাফল বলছে ফিফা প্রীতি ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে মুখোমুখি হয়েছিল দুই দল। তাইপে ম্যাচের শুরু থেকেই নিজেদের শক্তির জানান দেয়। যার প্রমাণ আসে স্কোরলাইনেও। ম্যাচের ২৬ মিনিটের মধ্যে ৩ টি গোল হজম করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের মাথায় চতুর্থ গোল হজম করে স্বাগতিক দল। আর তাতে হ্যাটট্রিক পূরণ করেন সু ইউ-সুয়ান। তাইপের পক্ষে অন্য গোলটি করেন সু সিন ইউন।

বাংলাদেশ দল প্রায় ৭ মাস পর নতুন কোচ জেমস বাটলারের অধীনে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে। তবে সুখকর হলো না সময়টা। আগামী ৩ জুন বসুন্ধরা কিংসের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে দুই দল মুখোমুখি হবে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version