জার্মান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায়

রাজনৈতিক আলোচনার জন্য জার্মান পার্লামেন্টের একটি উচ্চ পর্যায়ের চার সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন।

শনিবার (২৯ অক্টোবর) প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছায়।

ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (কেন্দ্রীয়) ড. বারবেল কফলার।
দলের বাকী ৩ সদস্য হলেন টিনা রুডলফ এমপি, জোহানেস ওয়াগনার এমপি এবং নুট গেরশাউ এমপি।

শুক্রবার (২৮ অক্টোবর) থেকে ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করতে যাওয়া জার্মান পার্লামেন্ট প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকার এবং সুশীল সমাজের সঙ্গে রাজনৈতিক আলোচনা করবে। তারা টেকসই সরবরাহ চেইন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক ঢাকা, খুলনা ও যশোরে জার্মান উন্নয়ন সহযোগিতায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।

বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতার ৫০ বছর উদযাপনের এই সময়কে উচ্চ পর্যায়ের এমন সফর আরও বর্ণাঢ্য করে তুলবে বলে মনে করে জার্মান দূতাবাস।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version