সর্বোচ্চ ১০৯৪ ডেঙ্গু রোগী শনাক্তের দিনে মৃত্যু ৪

সারা দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখক আক্রান্ত হয়েছে ডেঙ্গুর নতুন রোগী। নতুন করে এক হাজার ৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৪ জনের।

আজ বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫০ জনে এবং চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৫২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৬০০ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯৪ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩২২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন এক হাজার ৪১৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ১৯৯ জন।

 

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version