Connect with us

রংপুর

রসিক ভোটে মানতে হবে ইসির ৬ নির্দেশনা

Published

on

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ছয়টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনাগুলো রসিক ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্যতা রাখতে সহায়তা করবে। জানালেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান ।

তিনি জানান, নির্দেশনাগুলো রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনকে পাঠানো হয়েছে।

মো. আতিয়ার রহমান জানান, রসিক নির্বাচনে ইসির নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা সবার কাছে সমুজ্জ্বল রাখতে রিটার্নিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তাকে ছয়টি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনাগুলো হচ্ছে

(১) বিশেষ কোনো মহলের কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ নির্বাচনের নিরপেক্ষতা যাতে নষ্ট করতে না পারে তা আইন, বিধিমালা ও আচরণ বিধিমালার আলোকে নিশ্চিত করা।

Advertisement

(২) নির্বাচনের মতো একটি সংবেদনশীল, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এমন কোনো কাজ করবেন না, যার কারণে তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষ বা স্থানীয় জনগণের কাছে হেয় প্রতিপন্ন হতে হয় এবং তারা যে পক্ষপাতদুষ্ট নন এমন ধারণা সৃষ্টির নিশ্চয়তা বিধানকল্পে প্রতিটি কাজে আইন ও বিধির যথার্থ প্রয়োগ ও অনুসরণ করা।

(৩) জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে এলাকার জনগণের যৌথসভা অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে ভোটদানে উদ্বুদ্ধ করা।

(৪) ভোটদানের জন্য ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে আসতে পারেন সে উদ্দেশ্যে নিশ্চয়তামূলক পরিবেশ সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ভ্রাম্যমাণ ইউনিটগুলোর নিবিড় টহলদানের ব্যবস্থা নেওয়া।

(৫) ঝুঁকিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং যেকোনো ধরনের অশুভ কার্যকলাপ প্রতিরোধের উদ্দেশ্যে সদা সতর্ক থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নির্দেশ দেয়া।

(৬) ভোটকেন্দ্রের অবস্থান সম্পর্কে ভোটারদের অবহিত করার জন্য নির্বাচনের আগে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা।

Advertisement

তফসিল অনুযায়ী, রসিক ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর। সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১৭ সালের ২১ ডিসেম্বর এই সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। সে অনুযায়ী এ সিটির বর্তমান নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

রংপুর

ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন নারী, গ্রেপ্তার ১

Published

on

পঞ্চগড়ে এক মানসিক ভারসাম্যহীন নারীকে (৫০) ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (১১মে) দিবাগত রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে ধর্ষণের শিকার ওই নারীর চিৎকারে আশপাশে থাকা এ্যাম্বুলেন্স চালকেরা এগিয়ে গিয়ে মোজাম্মেল হক নামের ওই ব্যাক্তিকে আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশের হাতে তুলে দেয়।

এদিকে রোববার (১২ মে) বিকেলে এ ঘটনায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেচ্ছাসেবী কর্মী খোকন বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে বিকেলেই অভিযুক্ত মোজাম্মেলকে আদালতে তোলা হলে তাকে জেলহাজতে প্রেরণ করেন আদালত। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মোজাম্মেল হকের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকায়। তিনি ওই এলাকার আফসার আলীর ছেলে।

পুলিশ জানায়, ওই মানসিক ভারসাম্যহীন নারী তার পরিচয় বলতে পারছে না। একটি দুর্ঘটনায় তার পা ভেঙে গেলে তাকে হাসপাতালে ভর্তি করায় কিছু স্বেচ্ছাসেবী। প্রায় দেড় মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। ভর্তি থাকলেও কখনো হাসপাতালের বারান্দায় আবার কখনো হাসপাতাল চত্বরে ওই নারীকে দেখা যেত। পরে শনিবার (১১ মে) দিবাগত রাত ৩ টায় হাসপাতালের সামনের এ্যাম্বুলেন্স শেডের পাশে ওই নারী শুয়ে ঘুমাচ্ছিলেন। সুযোগ বুঝে মোজাম্মেল হক তাকে জোর করে ধর্ষণ করে। পরে ওই নারীর চিৎকারে আশপাশে থাকা এ্যাম্বুলেন্স চালকরা এসে তাকে হাতেনাতে আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশের হাতে তুলে দেয়। ধর্ষণে অভিযুক্ত মোজাম্মেল গেলো শুক্রবার (১০ মে) শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, একজন মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে আমরা মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। থানায় মামলা দায়ের হয়েছে। ওই নারীকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।  তার স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে।

Advertisement

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

রংপুর

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ

Published

on

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভুর্তকিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র হিসাবে ফসল কাটা মাড়াই যন্ত্র (হার্ভেস্টার) বিতরণ করা হয়েছে।

রোববার (১২ মে) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের কৃষক এনামুল হক, মোস্তাফিজার রহমান এবং শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের কৃষক আবু অলিদের হাতে ফসল কাটা মাড়াই যন্ত্রের চাবী হস্তান্তর করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।

এসময় উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা ফকরুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, শ্যামলী রানী, এসিআই মটরস এর প্রতিনিধি আলমগীর হোসেন, আদি এন্টারপ্রাইজ এর প্রতিনিধি খসরু ইসলাম সহ কৃষকরা উপস্থিত ছিলেন।

পুরো পরতিবেদনটি পড়ুন

রংপুর

পঞ্চগড়ে স্কুল যাওয়ার পথে শিশুর মৃত্যু

Published

on

পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় স্কুল যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় তিথি রানী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ মে) সকালে আটোয়ারি উপজেলার যুগীকাটা এলাকার পঞ্চগড়-আটোয়ারি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তিথি গোয়ালপাড়া বিউটিফুল মাইন্ড কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেনীতে পড়াশুনা করছিল। নিহত শিশুর বাড়ি উপজেলার ধামোর ইউনিয়নের যুগিকাটা গ্রামে। সে ওই গ্রামের পরেশ চন্দ্র বর্মনের মেয়ে।

গড়িনাবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল হোসেন জানান, তিথি রানী বাইসাইকেল যোগে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে রওয়ানা দেন। পথিমধ্যে পার্শরাস্তা থেকে মূল সড়কে উঠার সাথে সাথে আটোয়ারিগামি দ্রুত গতির একটি মোটরসাইকেল তিথিকে ধাক্কা দেন। সে সড়কে ছিটকে পড়ে তিথি এ সময় অপর একটি ইজিবাইক তিথির শরীর উপরে দিয়ে চলে যায়। এতে করে তিথি মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে যায়। তাৎক্ষনিক পথচারীর ও স্থানীয়দের সহযোগীতায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম তিথিকে মৃত ঘোষনা করেন।

আটোয়ারি থানার ওসি আবু মুসা জানান, সড়ক দুর্ঘটনায় তিথি রানী নামে শিশু মৃত্যুর খবর পেয়েছি। তবে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version