Connect with us

ফুটবল

বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ীদের তালিকা

Published

on

 

ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে টুর্নামেন্ট শেষে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ১৯৮২ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ডের প্রচলন শুরু করে ফিফা। ২০০৬ সাল পর্যন্ত এর নামন ছিল গোল্ডেন শ্যু। ২০১০ সাল থেকে গোল্ডেন বুট নামেই এটি পরিচিত।

এর আগের আসরগুলোতে গোল্ডেন শ্যুর পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ গোলদাতাকে সিলভার ও ব্রোঞ্জ শ্যু প্রদান করা হতো।

১৯৩০ সালে প্রথমবারের মত আয়োজিত বিশ্বকাপে আর্জেন্টাইন গুইলারমো স্টাবিলে আট গোল করে প্রথম ফুটবলার হিসেবে এই গোল্ডেন শ্যু অ্যাওয়ার্ড লাভ করেছিলেন।

১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ১৩ গোল করে এই অ্যাওয়ার্ড জয় করেছিলেন যা এ পর্যন্ত বিশ্বকাপে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।

Advertisement

কোন খেলোয়াড়ই এখন পর্যন্ত একাধিকবার এই পুরস্কার জয় করেননি। তবে ছয়জন ব্রাজিলিয়ান এই তালিকায় জায়গা করে নিয়েছেন যা কোন দেশের জন্য সর্বাধিক।

প্রায় এক কেজি ওজনের এই ট্রফিটিকে গোল্ড প্লেটেড করা রয়েছে।

এ পর্যন্ত গোল্ডেন বুট বিজয়ী খেলোয়াড়ের তালিকা :

১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপ : গুইলারমো স্টাবিলে, আর্জেন্টিনা, ৮ গোল

১৯৩৪ ইতালি বিশ্বকাপ : অল্ড্রিচ নেয়েডলি, চেকোস্লোভাকিয়া, ৫ গোল

Advertisement

১৯৩৮, ফ্রান্স বিশ্বকাপ : লিওনিডাস, ব্রাজিল, ৭ গোল

১৯৫০, ব্রাজিল বিশ্বকাপ : আদেমির, ব্রাজিল, ৮ গোল

১৯৫৪, সুইডেন বিশ্বকাপ : জাস্ট ফন্টেইন, ফ্রান্স, ১৩ গোল

১৯৬২, চিলি বিশ্বকাপ : ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি), ভ্যালেন্টিন ইভানোভ (সোভিয়েত রাশিয়া), গারিঞ্চা এন্ড ভাভা (ব্রাজিল), ড্রাজান জারকোভিচ (যুগোস্লাভিয়া ক্রোয়েশিয়া), লিওনেল সানচেজ (চিলি), ৪ গোল

১৯৬৬, ইংল্যান্ড বিশ্বকাপ : ইউসেবিও, পর্তুগাল, ৯ গোল

Advertisement

১৯৭০, মেক্সিকো বিশ্বকাপ : গার্ড মুলার, জার্মানী, ১০ গোল

১৯৭৪, পশ্চিম জার্মানী বিশ্বকাপ : গ্রিগর্জ লাটো, পোল্যান্ড, ৭ গোল

১৯৭৮, আর্জেন্টিনা বিশ্বকাপ : মারিও কেম্পেস, আর্জেন্টিনা, ৬ গোল

১৯৮২, স্পেন বিশ্বকাপ : পাওলো রোসি, ইতালি, ৬ গোল

১৯৮৬, মেক্সিকো বিশ্বকাপ : গ্যারি লিনেকার, ইংল্যান্ড, ৬ গোল

Advertisement

১৯৯০, ইতালি বিশ্বকাপ : সালভাতোও শিলাচি, ইতালি, ৬ গোল

১৯৯৪, যুক্তরাষ্ট্র বিশ্বকাপ : ওলেগ সেলেঙ্কো (রাশিয়া), রিস্টো স্টোয়েচকভ (বুলগেরিয়া), ৬ গোল

১৯৯৮, ফ্রান্স বিশ্বকাপ : ডেভর সুকার, ক্রোয়েশিয়া, ৬ গোল

২০০২, দক্ষিণ কোরিয়া/জাপান বিশ্বকাপ : রোনাল্ডো নাজারিও, ব্রাজিল, ৮ গোল

২০০৬, জার্মানী বিশ্বকাপ : মিরোস্লাভ ক্লোসা, জার্মানী, ৫ গোল

Advertisement

২০১০, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ : থমাস মুলার, জার্মানী, ৫ গোল

২০১৪, ব্রাজিল বিশ্বকাপ : হামেস রড্রিগুয়েজ, কলম্বিয়া, ৬ গোল

২০১৮, রাশিয়া বিশ্বকাপ : হ্যারি কেন, ইংল্যান্ড, ৬ গোল

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

Cancel reply

ফুটবল

প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ফোডেন

Published

on

প্রিমিয়ার লিগে (২০২৩-২৪) মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ফিল ফোডেন। পুরো সময়ে দারুণ পারফরম্যান্স করে গেছেন ফোডেন। ইম্প্যাক্ট সাব হিসেবে নেমেও দলের প্রয়োজন মিটিয়েছেন বার বার। সেই পুরষ্কারই জিতলেন সেরা খেলোয়াড় হয়ে।

সিটির হয়ে পুরো মৌসুমে ১৭ টি গোল করেছেন ফোডেন, অ্যাসিস্ট করেছেন ৮ টি। আগামীকাল (রবিবার) ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হবে ম্যানসিটির। এরমধ্যে আনন্দের মাত্রা আরেকটু বেড়ে গেল ইংলিশ ফুটবলার ফোডেনের।

দলের হয়ে নানা জায়গায় ভূমিকা রেখেছেন ফোডেন। যখন যেখানে প্রয়োজন হয়েছে সেখানেই নিজেকে উজাড় করে দিয়েছেন। কিছুদিন আগেই ‘ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন’ এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফোডেন।

Advertisement

পুরস্কার জিতে দারুণ খুশি ফোডেন। সময়টা খুব ভালোই যাচ্ছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “কী দারুণ এক সপ্তাহ! এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করতে পেরে নিজেকে বেশ সম্মানিত বোধ করছি। সবাইকে ধন্যবাদ যারা আমাকে ভোট করেছেন; সিটির স্টাফ-কোচদের, আমার পরিবার এবং অবশ্যই আমার সতীর্থদের। আমি খুবই খুশি, যেভাবে মৌসুমটা খেলেছি। এটা সম্ভব হতো না, তারা যদি আমার পাশে না থাকতো।”

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

সেরা তরুণ খেলোয়াড় হলেন পালমার

Published

on

চেলসির জন্য মৌসুমটা মোটেও ভালো যায়নি। শুরুটা হয়েছিল বেশ খারাপ, শেষদিকে এসে তবুও কিছুটা সম্মান বাঁচানো হয়েছে। টেবিলের ৬ নম্বরে এখন অবস্থান করছে দলটি। তবে চেলসির তরুণ খেলোয়াড় কোল পালমার মুগ্ধ করেছেন মৌসুম-জুড়ে। তার স্বীকৃতিও জুটলো, প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

পালমার অনেকটা একা হাতে চেলসিকে কিছুটা এগিয়ে দিয়েছেন। বলা হয় এমনটা। তিনি ৩৩ ম্যাচে ২২ গোল, ১০ অ্যাসিস্ট করেছেন। চেলসির হয়ে ঘরের মাটিতে ১৬ গোল করেছেন এই ইংলিশ উইঙ্গার। যা কিনা দিদিয়ের দ্রগবা ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পর পালমার এই অর্জনে ভাগ বসালেন।

সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করেছেন পালমার। তিনি লিখেছেন, “দারুণ! প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় বানানোর জন্য। যারা আমাকে ভোট দিয়েছেন, সকলকে ধন্যবাদ। ক্লাবের সব সদস্য, পরিবার আর বন্ধুদের ছাড়া এ অর্জন কখনো সম্ভব হতো না।”

Advertisement

ম্যানচেস্টার সিটি থেকে গত গ্রীষ্মের দল-বদলে পালমারকে দলে নেয় চেলসি।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মেসি-বার্সার চুক্তির সেই ন্যাপকিন নিলামে বিক্রি

Published

on

১৩ বছর বয়সী লিওনেল মেসি বার্সেলোনার ট্রায়ালে সবাইকে অবকা করে দিয়েছিলেন।  মেসির প্রতিভায় মুগ্ধ হয়ে যেন অন্য কোনো ক্লাব তাকে কিনতে না পারে, সে জন্য তাড়াহুড়া করে একটি ন্যাপকিন পেপারের ওপর আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করেছিলো বার্সেলোনা।

গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার মার্চে নিলামে তুলবে ব্রিটিশ নিলামপ্রতিষ্ঠান বোনহামস।  নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল ৩ লাখ ডলার।

মার্চে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, ন্যাপকিন পেপারের দাম ৬ লাখ ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে। কিন্তু মেসি-বার্সা চুক্তির সেই ন্যাপকিন পেপারটি শুক্রবার নিলামে ৯ লাখ ৬৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ২৯ লাখ টাকা) বিক্রি হয়েছে।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version