রাশিয়ার গ্যাস বিস্ফোরণে ৯ জনের মৃত্যু

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দক্ষিণপূর্বাঞ্চলীয় দ্বীপ শাখালিনে একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশুও রয়েছে। আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দুইজন এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন।

আজ শনিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে শাখালিনের পাঁচ-তলা আবাসিক ভবনে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন।

দেশটির সরকারি সংবাদ সংস্থা তাস বলেছে, শাখালিনের তিমোভস্কোয় শহরের একটি গ্রামে ১৯৮০ এর দশকে ইটের তৈরি ভবনে গ্যাস বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী ওই ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। যে কারণে ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।

রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, ভবন ধসে পড়ার স্থানে ৬০ জন উদ্ধারকারীকে মোতায়েন করা হয়েছে। জীবিতদের সন্ধানে উদ্ধারকারীরা অভিযান অব্যাহত রেখেছেন।

Recommended For You

About the Author: মেঘ হাসান

As a journalist, I am entitled to find out the truth behind every incident.

Leave a Reply Cancel reply

Exit mobile version