Connect with us

খুলনা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুত গোটা যশোর

Published

on

করোনার কারণে প্রায় আড়াই বছর কোনো জেলা সফরে যেতে পারেননি আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়নি কোনো জনসভাও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ যখন উত্তপ্ত হয়ে উঠছে তখন আবারও জনসমাবেশমুখী ক্ষমতাসীন দলের প্রধান। আর তাই রাজনৈতিক জনসমাবেশ ঘিরে যশোরে সাজসাজ রব, প্রস্তুত মঞ্চও।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে যশোরের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সবশেষ পাঁচ বছর আগে যশোরে জনসমাবেশ করেন শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে পুরো শহরের পাশাপাশি সেজে উঠেছে জেলা স্টেডিয়াম। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি, স্থানীয় সংসদ সদস্য ও নেতারাও তৎপর এ জনসভা ঘিরে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে, ব্যাপক লোকসমাগমের শো-ডাউনের পাশাপাশি দলীয় প্রধান নির্বাচন কেন্দ্রিক বার্তা দেবেন বলেই আশা সংশ্লিষ্টদের।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত একেকটি প্রকল্পের সফল বাস্তবায়নে এখন বদলে গেছে যশোরের আদিরূপ। এককালের সন্ত্রাসের জনপদে সদর্পে মাথা তুলে দাঁড়ানো শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক এখন সম্পূর্ণ চালু হয়েছে। শুধু তাই নয়, ভারত-বাংলাদেশের অন্যতম বড় গেটওয়ে হিসেবে খুলনা-যশোর-বেনাপোল মহাসড়কও নির্মিত হচ্ছে নতুন করে। প্রথম ডিজিটাল জেলার খেতাব পাওয়া এ জনপদের অভ্যন্তরীণ বিমানবন্দরটিও এখন আধুনিকায়নের অপেক্ষায়। প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, ফাউন্ড্রি ও লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণযজ্ঞসহ একগুচ্ছ প্রকল্প এখন বাস্তবায়নের অপেক্ষায়।

জনসভার মঞ্চটি নৌকার আদলে নির্মাণ করা হয়েছে। যশোরের জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রধানের দেশব্যাপী প্রচারাভিযান শুরু হচ্ছে। এরপর তিনি ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে এবং ৭ ডিসেম্বর কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে দলীয় সভাবেশে প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন। এসব জনসভায়, দলীয় সভাপতি তার ভাষণে জনগণের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও নতুন বার্তা দেবেন।
এদিকে বুধবার (২৩ নভেম্বর) সমাবেশস্থল পরিদর্শন শেষে কেন্দ্রীয় নেতারা বলেন, এ মাঠ থেকেই বিরোধী শক্তিকে প্রতিহতের ডাক আসবে, জনসমাগম হবে কমপক্ষে ১০ লাখ মানুষের।

Advertisement

যশোর স্টেডিয়ামে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, যশোর ও এর আশপাশের জেলাগুলোর কোনো মানুষ বাড়িতে বসে থাকবে না। তারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা শুনতে জনসভায় আসবেন। এই অঞ্চলের সর্বস্তরের মানুষ শেখ হাসিনার জনসভায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন।

তিনি আরও বলেন, এক সময়ে সন্ত্রাসবাদের জনপদ যশোর আওয়ামী লীগের শাসন আমলে এখন উন্নয়নের জনপদে পরিণত হয়েছে। তাই এই জনসভাকে কেন্দ্র করে যশোর জনসমুদ্রে পরিণত হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, যশোরে শেখ হাসিনার জনসমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাকে স্বাগত জানাতে এ অঞ্চলের সর্বস্তরের জনগণ প্রস্তুত রয়েছে। করোনার কারণে আওয়ামী লীগ প্রধান ২৭ মাস পর, ঢাকার বাইরে কোনো জনসভায় অংশ নিচ্ছেন।

এছাড়া যশোর জেলা আওয়ামী লীগের জনসভাস্থল পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি উসকানি দিলে পরিস্থিতি অনুযায়ী করনীয় ঠিক করা হবে।

 

Advertisement

খুলনা

‘যে কোনো সংখ্যক ভোটারের ভোটদানেই নির্বাচন বৈধ হয়’

Published

on

দেশের নির্বাচনী আইনে নির্বাচন বৈধ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক ভোটারের উপস্থিতি বা ভোটদানের কোনো বিধান না থাকায় যে কোনো সংখ্যক ভোটারের ভোটদানেই নির্বাচন বৈধ হয়। বললেন, নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

শনিবার (১১ মে) দুপুরে খুলনার ফুলতলা উপজেলার একটি কলেজে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে  প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ইসি রাশেদা।

ইসি রাশেদা বলেন,  নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য। এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না।

রাশেদা সুলতানা বলেন,  কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম ধাপে উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে নির্বাচন কমিশন সন্তুষ্ট।  প্রথম ধাপের চেয়ে পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি বাড়াতে কাজ করছেন তারা।

তিনি বলেন, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই লক্ষ্যে নির্বাচন কমিশন চারধাপে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন করছে। এসময়ে অনৈতিক ও প্রভাব বিস্তারকারীদের পক্ষে কাজ না করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, সভায় খুলনা জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

খুলনা

বাগেরহাটে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু, আহত ৬

বাগেরহাটের শরণখোলাতে বজ্রাঘাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

নিহত শ্রমিক মোস্তফা (৫২) পিরোজপুরের বালিপাড়া এলাকার বাসিন্দা। অপর শ্রমিক মোস্তফার (৩৫) বাড়ি মোড়লগঞ্জের বদনডাঙ্গা গ্রামে। তারা কয়েকদিন ধরে এই এলাকায় শ্রমিকের কাজ করছিল।

শনিবার (১১ মে) সকাল সাড়ে দশটায় উপজেলার চাল রায়েন্দা বান্ধাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, বান্দাঘাট এলাকায়, কার্গো থেকে ইট ও বালি উঠাচ্ছিল শ্রমিকরা। এ সময় আকস্মিক বৃষ্টি ও বজ্রাঘাতে দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের বাড়ি মোড়লগঞ্জ উপজেলায়। এ সময় আহত হয় ৫ থেকে ৬ জন। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কেএস/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

খুলনা

আওয়ামী লীগ নেতাকে গুলি

Published

on

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে (৪৮) গুলি করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেলে করে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় সমির সিকদারের বাড়ি কাছে পৌঁছালে দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে। বুক ও পিঠে গুলিবিদ্ধ হয়েছেন আওয়ামী লীগ এ নেতা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় গণমাধ্যমে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এএম/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version