ধেয়ে আসছে ৩ লাখ মাইলের সেই উল্কাপিন্ড

ক্রমেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি উল্কাপিণ্ড। এই উল্কা পিণ্ডের নাম ৫২৭৬৮। ১৯৯৮ সালে এটিকে প্রথম দেখা যায় মহাকাশে। সেই উল্কাপিণ্ডই পৃথিবীর ৩ লাখ মাইলের আশপাশ দিয়ে ২৯ তারিখে পার হবে। গতি থাকবে ১৯, ৪৬১ মাইলের মতো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গবেষকরা জানিয়েছেন, যে ছবি এই উল্কাখণ্ডের পাওয়া গিয়েছে সেটি দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। করোনা আক্রান্ত পৃথিবীতে এখন সবাই মাস্ক পরছেন। ছবি দেখে মনে হচ্ছে উল্কাখণ্ডটিও যেন মাস্ক পরে আছে।

পৃথিবী থেকে ৬৩ লক্ষ কিলোমিটার দূর দিয়ে এই উল্কাখন্ডটি পার হবে। অর্থাৎ, পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব, তার থেকে প্রায় ১৬ গুন বেশি দূরত্বে থাকবে এটি।

আবিষ্কৃত হওয়ার পর উল্কাটি বিপজ্জনক হিসাবে দেখা হচ্ছিল। যে গতিতে এটি পৃথিবীর দিকে ধেয়ে আসছিল তাতে সময়মতো আছড়ে পড়লে করোনার আগে এটিই ধ্বংস করে দিত পৃথিবীকে। তবে উল্কাটি গতি এবং পথ বদল করায় নাসার বিজ্ঞানীরা জোর দিয়ে বলছেন, আপাতত পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা নেই এটির।

Recommended For You

About the Author: Bayanno Digital

Exit mobile version