Connect with us

ফুটবল

কোনও অজুহাত নেই মেসির সামনে, জিততেই হবে

Published

on

নিজের চতুর্থ এবং শেষ বিশ্বকাপে এক কঠিন জায়গায় দাঁড়িয়ে আছে আইকনিক নম্বর ১০ লিওনেল মেসি। এই আইকনিক নম্বর ১০ এখন পর্যন্ত বিশ্বকাপের নক আউট মঞ্চে গোল করতে পারেননি। আজ শনিবার যদি মেক্সিকোর সাথে হেরে যায় তাহলে কাতার বিশ্বকাপের শেষ ১৬ তেও উঠা হবে না তার।

আর্জেন্টিনায় জন্ম নেয়া মেক্সিকান কোচ টাটা মার্টিনো ভালো করেই জানেন তিনিও একটি অদ্ভুত অবস্থানে আছেন। জন্মভূমি সাথে শনিবারের স্মরণীয় খেলার প্রাক্কালে সাংবাদিকদের বলেছেন, আমি জানি আমি কোথায় জন্মগ্রহণ করেছি। আমি আপনাদের বছর, হাসপাতালের নাম, শহরের এলাকা কোড বলতে পারবো। কিন্তু মেক্সিকোর জয়ের জন্য আমাকে সবকিছু করতে হবে। এটি করতে তাকে লিওনেল মেসিকে থামাতে হবে, যিনি আগে বার্সেলোনায় লিওনেল মেসির কোচ ছিলেন। মার্টিনো আরও বলেন, অন্তত গেলো ১৫ বছরের সেরা ফুটবলার মেসি।

আজ (শনিবার ২৬ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় লুসাইল স্টেডিয়ামে একটি খারাপ সময় ফুটবলের জাদুকরের পক্ষে সম্ভব নয়। তার বিশ্বকাপের উত্তরাধিকার লাইনে রয়েছে কোন অজুহাত হতে পারে না তার জন্য।

৩৬ ম্যাচের অপরাজিত থেকে কাতারে পৌঁছেছিল তারা। সর্বকালের আন্তর্জাতিক রেকর্ড হাতের মুঠোয় ছিল তাদের। তবুও তারা সৌদি আরবের কাছে ২-১ হেরে গড়তে পারে না সেই রেকর্ড। সেটাও এমন একটি দল বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তাদের নীচে ৪৮ তম স্থানে রয়েছে। স্কালোনি স্বীকার করেছেন যে তার খেলোয়াড়রা ড্রেসিংরুমে হতবাক নীরবতায় বসে থাকার কারণে ‘সব ব্যথায় ভুগছিলেন।’

তারা সৌদি আরবের উচ্চ রেখার পরিমাপ পেতে ব্যর্থ হয়। প্রথমার্ধে তিনটি ‘গোল’ অফসাইডের জন্য বাতিল করা দেখে এবং এর জন্য একটি ভারী মূল্য দিতে হয়। সৌদি আরবের সালেহ আল-শেহরি ও সালেম আল-দাওসারী একটি ভূমিকম্পের বিপর্যয় ঘটায় ।

Advertisement

এটি বোঝা কঠিন কারণ চার থেকে পাঁচ মিনিটের মধ্যে, তারা দুবার গোল করেছিল। স্পষ্টভাবে বিস্মিত স্কালোনি বিলাপ করেছিলেন এইভাবেই। সৌদিরা যদি তাদের ভাগ্যের উপর ভর করে থাকত, তবে অস্বীকার করার উপায় নেই যে আর্জেন্টাইনরা প্রতিকূলতার জবাব দিতে ব্যর্থ হয়েছে।

তাই অনেক খেলোয়াড়ই খারাপ পারফরম্যান্স করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন অধিনায়ক রয় কিন অ্যাঞ্জেল ডি মারিয়ার নিদারুণ প্রদর্শনে বিস্মিত হয়ে পড়েছিলেন, যখন ক্রিশ্চিয়ানো রোমেরো এতটাই খারাপ ছিলেন যে দ্বিতীয়ার্ধের শুরুতে তাকে প্রতিস্থাপন করা হয়েছিল। মিডফিল্ডটি ছিল একটি হরর শো,  লিয়েন্দ্রো পেরেদেস এবং রদ্রিগো ডি পল দেখতে ঠিক তাদের মতো দেখতে দুজন পুরুষ যারা এই মৌসুমে নিয়মিত ফুটবল খেলেননি। যদিও এটি মেসিই ছিলেন, তাকেও আশ্চর্যজনকভাবে শিকার জতে হয়েছিল সমালোচনার। তার GOAT স্ট্যাটাসকে উপহাস করা হয়েছিল এবং ডিয়েগো ম্যারাডোনার সাথে সাধারণ অপ্রস্তুত তুলনা করা হয়েছিল, এমনকি মহান ব্যক্তির পুত্র থেকেও।

রেডিও মার্তে দিয়েগো জুনিয়র যুক্তি দিয়েছিলেন, মেসি এবং আমার বাবার মধ্যে তুলনা তারাই করে যারা ফুটবল দেখে না এবং বোঝে না। আমরা দুটি ভিন্ন গ্রহের কথা বলছি। তিনি স্পষ্টতই কিছুটা পক্ষপাতদুষ্ট এবং মেসির মহত্বকে একটি টুর্নামেন্ট দ্বারা সংজ্ঞায়িত করা উচিত নয়- তবে এটি অস্বীকার করার কিছু নেই যে তার চূড়ান্ত টুর্নামেন্ট থেকে বিব্রতকরভাবে তাড়াতাড়ি প্রস্থান করার ফলে তার বিশ্বকাপের উত্তরাধিকার কলঙ্কিত হবে।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এখনও নকআউট পর্বে একটি গোলও করতে পারেননি, এবং আর্জেন্টিনা এখন কাতার ২০২২-এ শেষ ১৬ তেও ব্যর্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এটি অবশ্যই মেসির মতোন ব্যক্তির কাছে উচিত নয়। স্কালোনি এবং মেসি উভয়েই বলেছেন আর্জেন্টিনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা যে আশ্চর্যজনক পরিস্থিতি খুঁজে পেয়েছে তার জন্য তাদের সম্মিলিত দায়িত্ব নিতে হবে এবং নিজেদেরকে এটি থেকে বের করে আনতে একসঙ্গে কাজ করতে হবে।

তবে অধিনায়ক মেসিকে স্পষ্টতই মেক্সিকোর বিপক্ষে উদাহরণ দিয়ে নেতৃত্ব দিতে হবে। এমন কানাঘুষা হয়েছে যে মেসি পুরোপুরি ফিট নন। তবে স্কালোনি বলেছেন তার অধিনায়ক শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন।

Advertisement

সিদ্ধান্তমূলক প্রদর্শনের চেয়ে কম কিছুই সহ্য করা হবে না; আজ ফুটবলের চঞ্চল ও ক্ষমাহীন প্রকৃতি। GOATs সর্বোপরি, প্রথম রাউন্ডে বাইরে যায় না।ঠিক বা ভুল, তারপরও এটি মেসির উপর। তাকে বাঁচাতে হবে আর্জেন্টিনা – এবং তার বিশ্বকাপের উত্তরাধিকার, কোন অজুহাত চলবে না আজ ফুটবল জাদুকরের কাছে।

ফুটবল

ফুলহামকে হারিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি

Published

on

প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আরও কাছাকাছি চলে এলো ম্যানচেস্টার সিটি। আজকের (শনিবার) ম্যাচে ফুলহামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। ফলে লিগ দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকা আর্সেনালকে দুই’য়ে নামিয়ে শীর্ষে উঠে গেল সিটি।

ফুলহামের স্টেডিয়াম ক্র্যাভেন কটেজে মুখোমুখি হয়েছিল দুই দল। একরকম পাত্তা না দেওয়ার মতো করে খেলা চালিয়ে নিয়েছে ম্যানসিটি। জয়টা দরকার ছিল তো বটেই। সেই ক্ষুধা মাঠে দেখিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

পুরো ৯০ মিনিটের ম্যাচে জোড়া গোল এসেছে সিটি ডিফেন্ডার ইওস্কো গাভারদিওলের পা থেকে। ম্যাচ পরিসংখ্যান থেকে দেখা যায়, সিটি যেখানে ১৬ টি শট নিয়েছে, সেখান ফুলহামের শট মাত্র ১ টি। অ্যাওয়ে ম্যাচ হলেও সিটির খেলার ধরনে তেমনটি মনে হয়নি। বরং দাপট বজায় রেখে ৬৫ শতাংশ ম্যাচ নিয়ন্ত্রণ নিয়ে খেলা শেষ করে ইতিহাদের সৈন্যরা।

গাভারদিওলের পায়ে প্রথম গোল আসে খেলার ১৩ মিনিটের মাথায়। দ্বিতীয় গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন, ৫৯ মিনিটে। ম্যাচের ৭১ মিনিটের মাথায় গাভারদিওলের সুযোগ আসে। সে সুযোগ মিস করেননি এই ক্রোয়েশিয়ান ডিফেন্ডার। ফুলহামের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। যোগ করা সময়ের খেলায় পেনাল্টি থেকে গোল করেন এই তরুণ।

ফুলহামের বিপক্ষে এই জয়ের পর ৩৬ ম্যাচে ২৬ জয় নিয়ে ৮৫ পয়েন্ট সহযোগে টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানসিটি। অন্যদিকে আর্সেনালও সমান ৩৬ ম্যাচ খেলে ২৬ জয় পেয়ে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এদিকে সিটির জয়ে লিভারপুলের লিগ ধরে রাখার সম্ভাবনা একেবারেই নাই হয়ে গেল। ইয়ুর্গেন ক্লপের দল ৩৬ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৩ নম্বর অবস্থানে।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

Published

on

টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতল বসুন্ধরা কিংস। এখনো হাতে ৩ ম্যাচ। আজ (শনিবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরার প্রতিপক্ষ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ময়মনসিংহের রফিক ভুঁইয়া স্টেডিয়ামে ২-১ গোলে জিতে অস্কার ব্রুসনের দল জানান দিয়েছে, তারা এখন চলতি মৌসুমের চ্যাম্পিয়ন দল, শিরোপাধারী।

ম্যাচ শুরুর ১৮ মিনিটে গোলের দেখা পায় বসুন্ধরা। আক্রমণাত্মক ফুটবলে মোহামেডানকে খুব বেশি সুযোগ দেয়নি তারা। প্রথম গোলটি আসে দরিয়েলতন গোমেজের পা থেকে। বল বাড়িয়েছিলেন শেখ মোরসালিন, কিছুটা পা ছুঁয়ে যায় মিগেল ফিগেইরার আর তাতেই এক কোণাকুণি শটে প্রতিপক্ষের জাল ভেদ করেছেন দরিয়েলতন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও দরিয়েলতনের গোল। এবার মোরসালিনের কর্নার আর সেখান থেকে হেড। নিশ্চিতভাবেই বেশ খানিকটা আনন্দ বয়ে যাচ্ছিল বসুন্ধরা খেলোয়াড়দের মনে। অবশ্য এক সান্ত্বনার গোল পেয়েছে মোহামেডান। মিনহাজ রাকিবের এক গোল আসে ৬৫ মিনিটের দিকে।

এরপর দুই দলের আরও কিছু আক্রমণ-প্রতিআক্রমণ হলেও কেউ আর গোলের মুখ দেখেনি। রেফারি শেষ বাঁশি বাজার পর বসুন্ধরার খেলোয়াড়েরা উল্লাসে মাতেন। প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে মুকুট ধরে রাখল দলটি। একই সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আজকের প্রতিপক্ষ দল মোহামেডান। এর আগে প্রথম লেগে মোহামেডানের সাথে ১-০ গোলে হেরেছিল বসুন্ধরা। লিগে সেটাই একমাত্র হার ছিল তাদের। এবার আর সেই ভুল করেনি ব্রুসনের শিষ্যরা, বরং জয় তুলে অর্জনের পাল্লা ভারী করল।

এর আগে ২০১৮-২০১৯ মৌসুমে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় বসুন্ধরা। এরপর শিরোপা থেকে তাদের আর কেউ পিছিয়ে রাখতে পারেনি।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

কোপা আমেরিকার জন্য স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল

Published

on

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। টুর্নামেন্ট শুরু হতে এখনো ১.৫ মাসের মতো বাকি আছে। স্কোয়াডে সুযোগ হয়নি মিডফিল্ডার ক্যাসিমিরোর। এছাড়াও বাদ পড়েছেন অ্যান্টোনি, রিচার্লিসন। চোটের কারণে এবারের আসর খেলা হচ্ছে না নেইমারের। বাকি সদস্যরা নিয়মিত ও অনুমেয়।

কোচ দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হলো সবার আগে। ২৩ সদস্যের স্কোয়াডে ক্যাসিমিরোর না থাকা কিছুটা বিস্ময়ের। অভিষেক হয়নি এমন দুই খেলোয়াড়ের অন্তর্ভুক্তি হয়েছে। তাঁরা হচ্ছেন ফুলব্যাক গুয়েলহার্মে অ্যারেনা এবং ফরোওয়ার্ড এভানিলসন।

আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকার এবারের আসর। জুনের শুরুতে দুই-একটি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের।

 

ব্রাজিল স্কোয়াড :

Advertisement

গোলরক্ষক- অ্যালিসন বেকার, এডারসন, বেনতো

ডিফেন্ডার– দানিলো, ইয়ান কতু, গুয়েলহারমে অ্যারেনা , ওয়েনডেল, বেরাল্ডো, এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগাহেস, মারকুইনহোস।

মিডফিল্ডার– আন্দ্রেস পেরেরা, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইজ, হোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড- এন্ড্রিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনালি, রাফিনহা, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version