Connect with us

ফুটবল

সুইস বাধাকেও জয় করলো নেইমারবিহীন ব্রাজিল

Avatar of author

Published

on

কাতার বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় নিশ্চিত করে শেষ ষোলোতে নিজেদের অবস্থান নিশ্চিত করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ ‘জি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ক্যাসেমিরোর একমাত্র গোলে জয় পায় শিরোপা প্রত্যাশী দলটি। বিশ্বকাপে সুইসদের বিপক্ষে এটাই প্রথম জয় ব্রাজিলের। দলের সেরা তারকা নেইমার ইনজুরির কারণে খেলতে না পারায় এ ম্যাচে ভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন ব্রাজিল কোচ তিতে।

সোমবার (২৮ নভেম্বর) স্টেডিয়াম নাইন সেভেন ফোর-এ সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ম্যাচের মতো এ ম্যাচেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে সাম্বার দেশ।

সার্বিয়া এবং ক্যামেরুন ড্র করে দুই ম্যাচে পেয়েছে ১টি করে পয়েন্ট। শেষ ম্যাচে যদি ব্রাজিল হেরেও যায় এবং ক্যামেরুন সার্বিয়া জিতে যায়, তবুও তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ৪ করে। সুতরাং, অন্তত ব্রাজিলকে পেছনে ফেলার আর সম্ভাবনা নেই।

ইনজুরির কারণে নেইমার খেলতে পারেননি। ছিলেন না ডিফেন্ডার দানিলোও। নেইমারহীন ব্রাজিল কেমন করে সেটাই ছিল দেখার। তারওপর সুইজারল্যান্ডের বিপক্ষে অতীত ইতিহাস ভালো নয়। বিশ্বকাপে ইউরোপের এই দেশটিকে কখনো হারাতে পারেনি সেলেসাওরা। গত বিশ্বকাপেও গ্রুপ পর্বে সুইসদের সঙ্গে ড্র করেছিল ব্রাজিল।

তবে এদিন তিতে ৪-৩-৩ ফর্মেশনে খেলান দলকে। রক্ষণভাগে রাইটব্যাক দানিলোর ইনজুরির কারণে এদিন শুরু করেন এডার মিলিতাও। মধ্যমাঠে ব্রাজিল খেলিয়েছে তিন সেন্টার মিডফিল্ডার ক্যাসেমিরো, ফ্রেড ও লুকাস পাকুয়েতাকে। এর মধ্যে ক্যাসেমিরোর দায়িত্ব ছিল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রক্ষণভাগের সামনে অতিরিক্ত শিল্ড হিসেবে কাজ করা।

Advertisement

বাকি দুই মিডফিল্ডার ফ্রেড ও পাকুয়েতার কাজ ছিল সুইসদের অনবরত প্রেস করে সুইজারল্যান্ডের অর্ধে ফাঁকা জায়গা বের করে সামনে রিচার্লিসনকে বল দেয়া। সেই সঙ্গে দুই উইঙ্গার রাফিনিয়া ও ভিনিসিউসের কাজও ছিল বক্সে ক্রস ফেলা। তবে ভিনিসিউস সুযোগ পেলেই ড্রিবলিং করে বক্সে ঢুকে রিচার্লিসনের সঙ্গে সাপোর্ট স্ট্রাইকারের দায়িত্বও পালন করছিলেন।

অন্যদিকে সুইসরা চেষ্টা করেছে মাঝমাঠে খেলা বানিয়ে আক্রমণে উঠতে। সে সঙ্গে ব্রাজিলের পা থেকে বল কেড়ে নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে যেতে। কিন্তু সুইসদের ধীরগতির খেলার কারণে দ্রুত কাউন্টারে উঠা সম্ভব হয়নি।

সুইজারল্যান্ড ব্রাজিলের ঘন ঘন বল হারানো বা ভুল পাসের ফলে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। নেইমারের অবর্তমানে কিছুটা আক্রমণাত্মক ভূমিকা পাওয়া লুকাস পাকুয়েতা বারবার হারিয়েছেন বল, যা বিপদের কারণ হতে পারত।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কোচ তিতে তার পরিকল্পনায় পরিবর্তন আনেন। পাকুয়েতার জায়গায় নামেন রদ্রিগো। এ বদলই বলে দেয় যে, দ্বিতীয়ার্ধে ব্রাজিল জয়ের জন্য আরও বেশি আক্রমণাত্মক খেলবে। বিবর্ণ ফ্রেড ও রিচার্লিসনের জায়গায় তিতে ব্রুনো গুইমিরেস ও গ্যাব্রিয়েল জেসুসকে নামান। রাইট উইংয়ে গতি আনতে রাফিনিয়াকে তুলে নামান অ্যান্টনিকে। এ পরিবর্তনগুলোর পর বদলে যায় ব্রাজিলের খেলা। আগের চেয়ে বাড়ে গতি। সেই সঙ্গে মধ্যমাঠে নিয়ন্ত্রণও পুরোপুরি চলে আসে ব্রাজিলের দখলে।

দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাকেও সাফল্য পায় ব্রাজিল। সুযোগ পেলেই মাঝমাঠ থেকে পাওয়া পাস নিয়ে দ্রুত উইং ধরে উঠেছেন ভিনিসিউস আর অ্যান্টনি। এভাবে পেয়ে গিয়েছিল গোলের দেখাও। ক্যাসেমিরো সুইজারল্যান্ডের খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে পাস দেন ভিনিসিউসকে। গতিময় দৌড়ে বল নিয়ে দ্রুত সুইজারল্যান্ডের বিপদসীমায় ঢুকে পড়েন।

Advertisement

একমাত্র মার্কার ওয়াইডেমার তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একাকী গোলরক্ষককে পেয়ে দারুণ এক গোল করেন ভিনি। তবে গোলটি বাতিল হয় অফসাইডের জন্য। ভিএআরে দেখা যায়, গোলটির জন্য যখন দৌড় শুরু করেন তখন অফসাইড পজিশনে ছিলেন রিচার্লিসন। বলে তার কোনো স্পর্শ না থাকলেও আক্রমণের অংশ হওয়ায় গোলটি বাতিল হয়।

অবশেষে ৮৩ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। সেলেকাওদের দুর্দান্ত আক্রমণভাগকে মার্ক করতে গিয়ে সুযোগসন্ধানী ক্যাসেমিরোকে অরক্ষিত রেখেছিল তারা। ডিবক্সে জায়গা পেয়ে হাফ ভলি শটে জয়সূচক গোলটি করেন তিনি।

কঠিন ম্যাচে নেইমারের অভাব বেশ ভুগিয়েছে ব্রাজিলকে। সৃষ্টিশীল আক্রমণাত্মক মিডফিল্ডারের অভাব পূরণ করতে ব্যর্থ হয়েছেন লুকাস পাকুয়েতা। তবে রদ্রিগো-অ্যান্টনিদের গতি ও ড্রিবলিং-দুর্দান্ত স্কিল সুযোগ করে দিয়েছে শেষ পর্যন্ত।

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ফুটবল

এক ম্যাচের জন্য নিষিদ্ধ মার্টিনেজ

Avatar of author

Published

on

ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালে লিলের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে সময় নষ্ট করার জন্য হলুদ কার্ড দেখানো হয় এমিলিয়ানো মার্টিনেজকে। এরপর ম্যাচ যখন টাইব্রেকারে গড়ায় তখন দর্শকদের উদ্দেশ্য করে কিছু একটা ইঙ্গিত করে বসেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। তখন আবারও হলুদ কার্ড দেখানো হয় তাকে।

এক ম্যাচেই দুই হলুদ কার্ড দেখার পরেও এমিকে কেনো লাল কার্ড দেখানো হয়নি এ নিয়েও প্রশ্ন থাকয়ে পারে। তবে মার্টিনেজকে লাল কার্ড না দেখার কারণ উয়েফারই নিয়ম। এই নিয়মে ম্যাচের নিয়মিত সময়ে দেখা হলুদ কার্ড টাইব্রেকারের সময়ের দেখা হলুদ কার্ডের সঙ্গে যোগ হয় না। তবে এটা যোগ হয় সামগ্রিক কার্ড দেখার হিসেবে।

আর এ কারণেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। কারণ, কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে এমি হলুদ কার্ড দেখেছেন তিনটি। সেমিফাইনালে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটিতে খেলতে পারবেন না তিনি।

হলুদ কার্ড দেখলেও নিজের কাজটা ঠিকই করেছেন মার্টিনেজ। টাইব্রেকারে ফ্রান্সের ক্লাব লিলকে হারাতে বড় অবদানটা তারই। দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে ৪-৩ গোলে জিতিয়েছেন আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো এই গোলরক্ষক।

এ নিয়ে ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচে সব শেষ পাঁচটি পেনাল্টি শ্যুট আউটেই জিতলেন এমি।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

সমর্থকদের কারণে জরিমানার মুখে বার্সেলোনা

Avatar of author

Published

on

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হেরে বিদায়ের পর নতুন দুঃসংবাদ বার্সেলোনার। সমর্থকদের বর্ণবাদী আচরণ ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বার্সাকে জরিমানা করেছে উয়েফা।

১০ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠে এই অনিয়মে বার্সা সমর্থকেরা জড়িয়েছিলেন বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ।  সে দিনের ঘটনায় পৃথক ৩টি অভিযোগে ৩২ হাজার ইউরো জরিমানা হয়েছে বার্সেলোনার, যা বাংলাদেশি হিসেবে সাড়ে ৩৭ লাখ টাকা।

এর মধ্যে সর্বোচ্চ ২৫ হাজার ইউরো জরিমানা হয়েছে বর্ণবাদী আচরণের দায়ে। পার্ক দ্য প্রিন্সেসে ধ্বংসাত্মক কার্যক্রমের মাধ্যমে আসন নষ্ট করায় জরিমানা ৫ হাজার ইউরো। এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে বার্সেলোনাকে পিএসজির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া সমর্থকেরা আতশবাজি পোড়ানোয় জরিমানা হয়েছে আরও ২ হাজার ইউরো।

এ ছাড়া ইউরোপীয় প্রতিযোগিতায় একটি অ্যাওয়ে ম্যাচে দর্শকের কাছে টিকিট বিক্রিতে স্থগিত নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

 

Advertisement

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

দুটি হলুদ কার্ড দেখেও মাঠ ছাড়তে হলো না মার্টিনেজকে

Avatar of author

Published

on

আবারও টাইব্রেকারে পেনাল্টি শ্যুট আউট এবং এমিলিয়ানো মার্টিনেজের ঝলক। দেশ ও ক্লাবের হয়ে এ নিয়ে মার্তিনেজ তাঁর ক্যারিয়ারে সর্বশেষ পাঁচটি টাইব্রেকারেই জিতেছেন। যার মধ্যে একটি ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে।

ইউরোপা কনফারেন্স লিগে বৃহস্পতিবারের ম্যাচটার সাথে কিছুটা যোগসূত্রও ছিলো বিশ্বকাপ ফাইনালের সাথে। মার্টিনেজের ক্লাব অ্যাস্টন ভিলা খেলতে নেমেছিল ফ্রান্সের ক্লাব লিলের বিপক্ষে, তাদের মাঠে। ফ্রান্সের মাঠ হওয়ায় ফরাসি দর্শকরা মার্টিনেজকে সহ্য করতে না পারাটাই স্বাভাবিক।

মার্টিনেজও কম যান না! খেলার মধ্যে তৈরি করেছেন বিতর্ক। দেখেছেন দুইবার হলুদ কার্ড। তবে ছাড়তে হয়নি মাঠ। সময় নষ্ট করার জন্য ম্যাচের ২৮ মিনিটে দেখেন হলুদ কার্ড। ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর চিরায়ত ‘মাইন্ড গেম’খেলা শুরু করেন আর্জেন্টাইন তারকা। তার গেমেই প্রথম শট লক্ষ্যভেদও করতে ব্যর্থ হন বেনতালেব।

পেনাল্টি ঠেকিয়েই গ্যালারির দিকে ঘুরে মুখে আঙুল দিয়ে দর্শকদের চুপ করার ইঙ্গিত দেন। ফরাসি দর্শকেরাও দুয়ো দিতে শুরু করেন মার্তিনেজকে। দুয়ো শুনে থেমে থাকেননি মার্টিনেজও টাইব্রেকারের মধ্যেই মাঠের এক কোনায় গিয়ে কিছু একটা ইঙ্গিত করেন। তখন তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।

কিন্তু দ্বিতীয় হলুদ কার্ড দেখার পরও মাঠ ছেড়ে যেতে হয়নি মার্টিনেজকে। এমনিতে দুটি হলুদ পরিণত হয় লাল কার্ডে। কিন্তু ম্যাচের নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে দেখা কার্ড টাইব্রেকারে গিয়ে আর যোগ হয় না। ফুটবলের আইন প্রণেতা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) প্রণীত ১০ নম্বর ধারায় বলা হয়েছে, ‘ম্যাচে (অতিরিক্ত সময় সহযোগে) সতর্কবার্তা ও কার্ড পেনাল্টিতে বিবেচিত হবে না। ম্যাচে এবং পেনাল্টিতে (কিকস ফ্রম দ্য পেনাল্টি মার্ক/কেএফপিএম) হলুদ কার্ড দেখা খেলোয়াড় মাঠের বাইরে যাবেন না।’

Advertisement

ভিলা পার্কে প্রথম লেগ ২-১ গোলে জিতেছিল স্বাগতিকেরাই। ফিরতি লেগ লিল ২-১ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে দুই দল ৩-৩ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে লিলের নাবিল বেনতালেব ও বেনঞ্জামিন আন্দ্রের শট রুখে দেন মার্টিনেজ। টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে ১৯৮২ সালের পর এবার প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো বড় টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল অ্যাস্টন ভিলা।

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

ঈদযাত্রা ঈদযাত্রা
জাতীয়24 seconds ago

ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ঝরল ৪০৭ প্রাণ

এবার ঈদুল ফিতরে মানুষের যাতায়াতে ৩৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪০৭ জন মানুষ নিহত হয়েছেন এবং ১৩৯৮ জন আহত হয়েছেন।...

মাদকবিরোধী মাদকবিরোধী
অপরাধ35 mins ago

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮  

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও...

কর্ণফুলী-৩-লঞ্চে-আগুন কর্ণফুলী-৩-লঞ্চে-আগুন
দুর্ঘটনা59 mins ago

কর্ণফুলী-৩ লঞ্চে আগুন, আতঙ্কে যাত্রীদের নদীতে ঝাঁপ

চাঁদপুরের মাঝিরচরে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়েছেন যাত্রীরা।...

হজ্জ হজ্জ
জাতীয়2 hours ago

খরচ কমলো হজ প্যাকেজের

এ বছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে ১ লাখ ৪ হাজার ১৭৮ টাকা এবং বেসরকারিভাবে ৮২ হাজার ৮১৮ টাকা কমানো...

গ্যাস, চুলা গ্যাস, চুলা
জনদুর্ভোগ3 hours ago

২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় ২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৯...

দুর্ঘটনা4 hours ago

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও সিএসজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন—...

জাতীয়14 hours ago

তীব্র দাবদাহে ট্রাফিক সদস্যদের স্বস্তি দিতে অনন্য উদ্যোগ

প্রচণ্ড খরতাপে পুড়ছে সারা দেশ। এই তীব্র গরমের মাঝেও খোলা আকাশের নিচে ঢাকা মেট্রোপিলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা যানজট নিরসনে...

জাতীয়14 hours ago

তীব্র দাবদাহের মধ্যে ৭ দিন স্কুল বন্ধের দাবি

টানা ২৬ দিন ছুটি কাটিয়ে রোববার (২১ এপ্রিল) খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এমন একসময় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে যখন দেশের ওপর দিয়ে তীব্র...

জাতীয়15 hours ago

১৫০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে ২৮৫ সেনাসহ ফিরবে মিয়ানমারের জাহাজ

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ জন সদস্যকে মিয়ানমারের জাহাজে নৌপথে ফেরত যাওয়ার ক্লিয়ারেন্স দেয়া হয়েছে।...

বাংলাদেশ15 hours ago

ভয়াবহ রুপ ধারণ করবে তাপমাত্রা

সারাদেশে চলছে তাপপ্রবাহ। জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। যশোর-চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তিন দিনের...

Advertisement
সৌদি-পতাকা
আন্তর্জাতিক3 days ago

ইরান-ইসরায়েল প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলো সৌদি

ইসলাম4 days ago

ঈদুল আযহার সম্ভাব্য তারিখ ঘোষণা

আন্তর্জাতিক3 days ago

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

ডাকসুর-সাবেক-ভিপি-নুরুল-হক
আইন-বিচার5 days ago

নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

টুকিটাকি5 days ago

অপ্রাপ্তবয়স্ক ছাত্রকে যৌন নির্যাতন করলেন শিক্ষিকা

বাংলাদেশ2 days ago

নিজ বাহিনীতে ফিরে গেলেন খন্দকার আল মঈন

বাংলাদেশ7 days ago

ইসরাইল থেকে সরাসরি ঢাকায় বিমানের অবতরণ- যা জানা গেলো

সৌন্দর্য
লাইফস্টাইল3 days ago

চড়-থাপ্পড়েই বাড়বে নারীদের সৌন্দর্য!

বাংলাদেশ5 days ago

সন্যাসী হতে ২০০ কোটি রুপির সম্পত্তি দান করলেন দম্পতি

আন্তর্জাতিক6 days ago

ইসরাইলে ইরানের হামলা: ভূমধ্যসাগরে ঢুকলো রাশিয়ার যুদ্ধজাহাজ

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
জাতীয়3 weeks ago

গায়ের চাদর না পুড়িয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান: প্রধানমন্ত্রী

ফুটবল4 weeks ago

ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল কোচ জানালেন এটা মাত্র শুরু

টুকিটাকি4 weeks ago

জিলাপির প্যাঁচে লুকিয়ে আছে যে রহস্য!

অর্থনীতি1 month ago

বাজারে লেবুর সরবরাহ বেশি, তবুও দাম চড়া

রেশমা
বাংলাদেশ1 month ago

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার কিশোরীর ঠিকানা খুঁজছে পুলিশ

হলিউড1 month ago

নীল দুনিয়ায় অভিনেত্রী সোফিয়ার রহস্যজনক মৃত্যু

ফুটবল2 months ago

জামালকে ঠিকঠাক বেতন দেয়নি আর্জেন্টাইন ক্লাব

টুকিটাকি2 months ago

রণবীরের ‘অ্যানিম্যাল’ দেখে শখ, মাইনাস ২৫ ডিগ্রিতে বসলো বিয়ের আসর

অর্থনীতি2 months ago

গরুর মাংসের দাম কেজি প্রতি পৌনে ৬ লাখ টাকা!

অপরাধ2 months ago

ডিবিতে যে অভিযোগ দিলেন তিশার বাবা

সর্বাধিক পঠিত