সাকিবের ওভারে পুরানের ৫ ছক্কা

আবুধাবী টি-টেন লিগে সাকিব আল হাসান ব্যাট হাতে দারুণ করলেও বোলিংয়ে এসে ১ ওভারে দিয়েছেন ৩০ রান। ডেকান গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক নিকোলাস পুরান এদিন সাকিবের ওভারে হাঁকান ৫ ছক্কা।

ডেকানের ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। সেই ওভারের প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে বসেন পুরান। চতুর্থ বলে অবশ্য ডট দেন সাকিব, তবে ওভারের বাকি দুই বলে আবারো দুই ছক্কা খেয়ে বসেন এই তারকা অলরাউন্ডার। ফলে এক ওভারে পাঁচ ছক্কায় মোট ৩০ রান খরচ করেন সাকিব।

শেষপর্যন্ত পুরানের ১৬ বলে ৫০ ও ক্যাডমোর ২১ বলে ৫০ রানে ভর করে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ডেকান।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলা টাইগার্স তাদের বোর্ডে জমা করে ১০৮ রান। ইফতিখার আহমেদ করেছেন ২১ বলে ৫৪ রানের ইনিংস। সাকিব আউট হওয়ার আগে ৯ বলে করেন ১৭ রান।

১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেকান গ্ল্যাডিয়েটর্সের দুই ওপেনার টম ক্যাডমোর ও নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই জয় পায় তারা।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version