সাভারে শিশু চুরি; দম্পতিসহ চারজন গ্রেপ্তার

সাভারে চুরি হওয়া পাঁচ মাসের শিশু আব্দুস সামাদকে চুরির অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আসামিরা পাচারকারী চক্রের সদস্য। তার ধারণা পাচারের জন্যই শিশু সামাদকে চুরি করা হয়েছিলো।  তবে ঘটনার আসল রহস্য উদঘাটনে আসামিদের রিমান্ডের আবেদন করা হবে।

এদিকে, নিজের সন্তানকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মা-বাবা। নিখোঁজের তিনদিন পর বুধবার (৩০ নভেম্বর)  সকালে সিলেটের বাগবাড়ি এলাকা থেকে শিশু সামাদকে উদ্ধার করা হয়।

বাগবাড়ি এলাকার বাসিন্দা ও প্রতিবেশিরা জানায়, তিনদিন আগে সামাদকে ঢাকা থেকে নিয়ে আসেন ফাতেমা নামের এক নারী। তিনি ওই বাসার ভাড়াটিয়া রনি গাজীর স্ত্রী। ফাতেমা সামাদকে নিজের ছেলে হিসেবে পরিচয় দিতেন।

রোববার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সাভার বাজার রোড এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের পেছনে নুরুন্নাহার চৌধুরীর বাসা থেকে শ্রমিক দম্পতি মোন্নাফ খান ও নাজমা বেগমের সন্তান চুরি করে নিয়ে যায় এক নারী। পরদিন সাভার মডেল থানায় মামলা করেন শিশুর বাবা মোন্নাফ খান।

 

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version