Connect with us

ফুটবল

ইউরোর স্পটলাইট থাকবে যাদের ওপর

Published

on

ইউরো মানেই যেন তারকাদের দ্যুতি ছড়ানোর মঞ্চ। তেমনি নতুন কোন তারকার উত্থান। এবারও যেমন আলো ছড়াতে পারেন রোনালদো, এমবাপ্পে, গ্যারেথ বেলের মতো পরীক্ষিতরা। তেমনি চোখ থাকবে গ্রিনউড, মাউন্ট, পেদ্রির মতো নবীনরা। জেনে নিবো এবারের ইউরোয় কাদের উপর থাকছে লাইমলাইটটা।
 
ক্রিস্তিয়ানো রোনালদো
ক্লাব কিংবা জাতীয় দল। উপলক্ষ্য যাই হোক। বরাবরই স্পটলাইটে ক্রিস্তিয়ানো রোনালদো। তবে শুধু নামের ভারেই নয়, বুড়ো বয়সের পারফরমেন্সেও এখনও যে কারও বাজির ঘোড়া হতে পারেন সিআরসেভেন। 

যৌথভাবে ইউরোর সর্বোচ্চ গোলের রেকর্ডটা এককভাবে করে নিতে আর মাত্র একবার বল জালে জড়ানোর অপেক্ষা পর্তুগীজ অধিনায়কের। গেলো আসরের ফর্ম ধরে রাখতে পারলে ভেঙে দিতে পারেন জাতীয় দলের জার্সিতে ইরানের আলী দাঈর সর্বোচ্চ গোলের রেকর্ডও।

রবার্ট লেভানডভস্কি
ইউরো মাতাতে প্রস্তুত রবার্ট লেভানডভস্কিও। ছোট দলের বড় স্বপ্নের সারথী এই গোল মেশিন। বায়ার্নের জার্সিতে স্বপ্নের মতো মৌসুম কাটানো নাম্বার নাইনের উপর থাকবে স্পটলাইট।

কিলিয়ান এমবাপ্পে
বয়স ২২ হলেও দায়িত্ব কম নয় কিলিয়ান এমবাপ্পের। তবে বড় মঞ্চে জ্বলে উঠার প্রমাণ দিয়েছিলেন সেই রাশিয়া বিশ্বকাপেই। সবশেষ মৌসুমে পিএসজির জার্সিতেও ছিলেন উড়ন্ত ফর্মে। ফরাসিদের তৃতীয় ইউরো স্বপ্নের বড় কারিগর হওয়ার সব প্রস্তুতি সেরে রেখেছেন এই স্পিডস্টার।

লুকা মদ্রিচ
অবশ্য পরিসংখ্যান দিয়ে বোঝানো যাবেনা লুকা মদ্রিচের মুন্সিয়ানা। ক্রোয়াটদের বিশ্বকাপ ফাইনালে তোলার কারিগরের উপর এবারের দায়িত্ব মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন। এই মিডফিল্ডারে মধ্যমাঠের দখল হারাতে পারে যে কোন প্রতিপক্ষ।

Advertisement

থমাস মুলার
একঝাঁক উঠতি ফুটবলারের স্কোয়াড হলেও জার্মানির সাফল্যের নেপথ্যে নায়ক হতে পারেন থমাস মুলার। যদিও এখনও টুর্নামেন্টে গোলের দেখা পাননি মিডফিল্ডার। তবে বিশ্বকাপে দশ গোল করা মুলারেই নজর রাখবেন প্রতিপক্ষ কোচেরা।

হ্যারি কেইন
টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ইংল্যান্ডের হ্যারি কেইনেও চোখ রাখতে হবে ফুটবল প্রেমিদের। শেষ হওয়া মৌসুমে স্পার্স জার্সিতে যেমন গোল করেছেন, তেমনি, করিয়েছেনও বেশ। এবার বিলেতে ইউরো ফিরবে কিনা? অজানা প্রশ্নের উত্তর নির্ভর করবে ইংলিশ অধিনায়কের পারফরমেন্সের উপর।

রোমেলো লুকাকু
এগারো বছরের খরা কাটিয়ে ইন্টারকে সিরি আ শিরোপা এনে দেয়ার অন্যতম নায়ক লুকাকুর এবারের মিশন ইউরো। হ্যাজার্ড, ডি ব্রুইনাদের সাথে বেলজিয়ামের স্বপ্ন সারথীও এই বিশালদেহী স্ট্রাইকার।

তবে পরিক্ষীতদের ভীড়ে আলো কেড়ে নিতে পারেন নবাগতরাও। ইংল্যান্ডের ট্রাম্প কার্ড হওয়ার সব উপাদনই আছে ম্যাসন মাউন্ট, গ্রিন উড রাশফোর্ডদের। স্পেনের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে পেদ্রি আর ইতালির ৫৩ বছরের আক্ষেপ ঘোচানোর নায়ক হতে পারেন ফেদেরিকো শিয়েসা। ফ্রাঙ্কি ডি ইয়ং, জোয়াও ফেলিক্স কিংবা কাই হাভার্টজের মতো রাইজিং স্টাররাও প্রস্তুত ইউরোর মঞ্চ রাঙ্গাতে।

এএ

Advertisement

ফুটবল

লিগের শেষ ম্যাচে পিএসজির স্কোয়াডে নেই এমবাপ্পে

Published

on

মেসের বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচ খেলবে পিএসজি। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে লিগ আঁ বিদায় জানানোর কথা ছিলো কিলিয়ান এমবাপ্পের।

কিন্তু আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে প্যারিসের ক্লাবটির স্কোয়াডেই রাখা হয়নি তাকে।  ফলে তুলুজের বিপক্ষের ম্যাচটি ফরাসি তারকার শেষ ম্যাচ হয়ে থাকল। যে ম্যাচটি ৩-১ গোলে হারে পিএসজি।

Advertisement

পিএসজির হয়ে সাত মৌসুম খেলেছেন এমবাপ্পে। এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৭ ম্যাচে করেছেন ২৫৬ গোল।  ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার দলের সবশেষ ম্যাচে নিসের বিপক্ষেও খেলতে পারেননি। তখন জানানো হয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন এমবাপ্পে।

স্কোয়াড থেকে অবশ্য শুধু এমবাপ্পেই নন, বাদ পড়েছেন উসমান দেম্বেলে ও ফ্যাবিয়ান রুইজও। আগামী শনিবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ লিলে। শিরোপা লড়াইয়ে সেই ম্যাচে এমবাপ্পেকে শেষ পর্যন্ত দেখা যাবে কি না, সেটাই দেখার অপেক্ষা।

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

বক্সিং ম্যাচ দেখতে গিয়ে দেখা নেইমার ও রোনালদোর

Published

on

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত একটি বক্সিং ম্যাচ দেখতে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। আর সেখানে দেখা হয় ফুটবল বিশ্বের এই দুই জনপ্রিয় তারকার।

দুজনের মধ্যে সাক্ষাতের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পর্তুগিজ তারকা তার বড় ছেলে রোনালদো জুনিয়রকে নিয়ে এসেছিলেন বক্সিং ম্যাচটি দেখতে। আর নেইমার এসেছিলেন তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে।

সাক্ষাতের পর দুজনই পর্তুগিজ ভাষায় কথা বলছিলেন। স্পষ্ট বুঝা না গেলেও, মনে হচ্ছিলো রোনালদো নেইমারের ইনজুরি সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন।

ইনজুরির কারণে গেলো বছরের অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। আগামী মৌসুমের শুরুতেই মাঠে ফেরার কথা এই ব্রাজিলিয়ান তারকার।

Advertisement

নেইমার ও রোনালদো এক সময় লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলেছেন। সেখানে অসংখ্যবার মাঠে মুখোমুখিও হয়েছেন তারা।

এখন দুজনে খেলছেন সৌদি লীগের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল ও আল নাসরে। তবে ইনজুরিতে থাকায় রোনালদোর আল নাসরের বিপক্ষে এখনো মাঠে নামা হয়নি আল হিলালের হয়ে খেলা নেইমার জুনিয়রের।

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মেসি ফেরার দিনে মায়ামির জয়

Published

on

ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির বিপক্ষে ছিলেন না লিওনেল মেসি। সেই ম্যাচ জিততেও পারেনি ইন্টার মায়ামি।  ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরলেন আর্জেন্টাইন অধিনায়ক। আর ইন্টার মায়ামি জয় পেলো ১–০ গোলে।

রোববার বাংলাদেশ সময় সকালে ম্যাচের বেশির ভাগ সময় ইন্টার মায়ামি দাপট দেখালেও নির্ধারিত সময় পর্যন্ত পায়নি গোলের দেখা। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো গোলশূন্য ড্রয়েই শেষ হবে।

তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সের্হিও বুসকেতসের দারুণভাবে বাড়ানো বলকে নিয়ন্ত্রণ নিয়ে দুর্দান্ত ভলিতে গোল করেন কাম্পানা।

এই জয়ে ১৫ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই থাকল মায়ামি। ১৫ ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ২ হারে মায়ামির পয়েন্ট এখন ৩১।

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version