আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারার পর দুই ম্যাচেই ঘুরে দাঁড়ায় লিওনেল মেসির দল। ‘সি’ গ্রুপে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কোচ লিওনেল স্কালোনির দল। নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ শেষ তিন আসরে প্রথম রাউন্ডে বিদায় নেয়া দল অস্ট্রেলিয়া।

শনিবার (৩ ডিসেম্বর) রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে লে আলবিসেলেস্তেরা।

গ্রুপ সেরা হওয়ায় মেসিদের নকআউট পর্বের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ২০০৬ সালে শেষবারের মতো নকআউট পর্বে খেলেছিল। এরপর শেষ তিন আসরে প্রথম রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজেছে অজিদের। ‘ডি’ গ্রুপে ফ্রান্সের সঙ্গে ৪-১ হেরে যায় অজিরা, এরপর তিউনিসিয়াকে ১-০ ও ডেনমার্ককে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে।

দুই জয়ে ফ্রান্সের সমান ৬ পয়েন্ট হলেও গোল ব্যবধানে গ্রুপ সেরা হয় ফ্রান্স। আর গ্রুপ গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ১৬-তে জায়গা করে নেয় অজিরা।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version