সুনামগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সুনামগঞ্জ পৌর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ রোববার (১৩ জুন) সকালে আর এম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা রিপন দেব জানান, ‘গত ৯ জুন তার ভাতিজা লিটন দেবের গর্ভবতী স্ত্রী জ্যোতি রানী দেবকে পৌর শহরের কাজির পয়েন্ট এলাকার আর এম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন গাইনী বিশেষজ্ঞ ডা. ননী ভূষণের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে জ্যোতি রানী এক ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে নবজাতকের অবস্থা স্বাভাবিক ছিল।’

তিনি আরও বলেন, ‘দুদিন পর ১১ জুন হঠাৎ করে নবজাতকটির শরীর খারাপ হতে শুরু করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুরোগ বিশেষজ্ঞ এনামুল হক খানকে ফোন দিয়ে হাসপাতালে নিয়ে আসেন। তার তত্ত্বাবধানে নবজাতকের চিকিৎসা শুরু হয়। তিনি ওই নবজাতককে কিছু অ্যান্টিবায়োটিক দেন। এরপরই তার অবস্থার অবনতি হয় ও রোববার সকালে সে মারা যায়।’

রিপন দেব বলেন, ‘চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে জানতে চিকিৎসক এনামুল হক খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেন।

শেখ সোহান

Recommended For You

Exit mobile version