Connect with us

ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান

Published

on

শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ওমান। যথারীতি কাতার ইউনিভার্সিটি মাঠে শেষ প্রস্ততি সেরেছে লাল সবুজের দল। প্রথম দেখায় ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে ভাল পারফরম্যান্স করতে চান জেমি ডে। পুরো বাছাই পর্বকে অভিজ্ঞতার মঞ্চ বলছেন ইংলিশ ম্যান। দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১ টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
 
একটা অধ্যায়ের সমাপ্তি, আরও একটি বিশ্বকাপ বাছাই অভিযান শেষের অপেক্ষায়। ম্যাচ শেষের আগেই কাজী সালাউদ্দিন থেকে জেমি ডেকে নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। কেননা প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে বিস্তর ব্যবধান।

বিশ্বকাপ বাছাইয়ের বাজে পারফরম্যান্সে বাংলাদেশ অধ্যায় শেষের শঙ্কায় হেড কোচ জেমি ডে। শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালি ওমান। একমাত্র দেখায়, দুঃসহ স্মৃতি। ৪-১ এ মরুর দেশে বিধ্বস্তের অভিজ্ঞতাটাও নিশ্চয়ই এখনও তাজা।

সেই ম্যাচে এক গোল করা বিপলু আহমেদ নিষেধাজ্ঞায় নেই এই ম্যাচে। ডাগআউটে তার সঙ্গী অধিনায়ক জামাল ভূঁইয়া ও ডিফেন্ডার রহমত মিয়া। তাই অস্বস্তি নিয়েই ওমানের বিপক্ষে নামছে বাংলাদেশ। সাথে একাদশ নির্বাচনে কাজটাও কঠিন ইংলিশ ট্যাকটিশিয়ানের জন্য। 

সেখানে জামাল ভূঁইয়ার যায়গায় সুযোগ পেতে পারেন হাবিবুর রহমান সোহাগ। লেফট ব্যাকে জেমির বিকল্প রিমন হোসেন আর ইয়াসির আরাফাত। অবশ্য তপুদের বাড়তি সাহস যোগাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ওমানের শেষ ম্যাচের পারফরম্যান্স। যেখানে ওমান জিতে ২-১ গোলে। তাই অধিনায়কের চোখে পয়েন্ট পাওয়ার স্বপ্ন। 

দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান টেবিলের তলানিতে। আর ওমান ১৫ পয়েন্ট নিয়েও বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায়। বাছাই পর্ব উতরাতে বাংলাদেশকে হারাতে হবে বড় ব্যবধানে। উত্তর কোরিয়া বাছাই পর্ব থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়া তৈরি হয় জটিল সমীকরণ। বাংলাদেশ অবশ্য এই ম্যাচে পয়েন্ট পেলে সুবিধা পেতে পারে এশিয়ান কাপের প্লে অফ পর্বে।

Advertisement

এএ

ফুটবল

প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ফোডেন

Published

on

প্রিমিয়ার লিগে (২০২৩-২৪) মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ফিল ফোডেন। পুরো সময়ে দারুণ পারফরম্যান্স করে গেছেন ফোডেন। ইম্প্যাক্ট সাব হিসেবে নেমেও দলের প্রয়োজন মিটিয়েছেন বার বার। সেই পুরষ্কারই জিতলেন সেরা খেলোয়াড় হয়ে।

সিটির হয়ে পুরো মৌসুমে ১৭ টি গোল করেছেন ফোডেন, অ্যাসিস্ট করেছেন ৮ টি। আগামীকাল (রবিবার) ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হবে ম্যানসিটির। এরমধ্যে আনন্দের মাত্রা আরেকটু বেড়ে গেল ইংলিশ ফুটবলার ফোডেনের।

দলের হয়ে নানা জায়গায় ভূমিকা রেখেছেন ফোডেন। যখন যেখানে প্রয়োজন হয়েছে সেখানেই নিজেকে উজাড় করে দিয়েছেন। কিছুদিন আগেই ‘ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন’ এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফোডেন।

Advertisement

পুরস্কার জিতে দারুণ খুশি ফোডেন। সময়টা খুব ভালোই যাচ্ছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “কী দারুণ এক সপ্তাহ! এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করতে পেরে নিজেকে বেশ সম্মানিত বোধ করছি। সবাইকে ধন্যবাদ যারা আমাকে ভোট করেছেন; সিটির স্টাফ-কোচদের, আমার পরিবার এবং অবশ্যই আমার সতীর্থদের। আমি খুবই খুশি, যেভাবে মৌসুমটা খেলেছি। এটা সম্ভব হতো না, তারা যদি আমার পাশে না থাকতো।”

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

সেরা তরুণ খেলোয়াড় হলেন পালমার

Published

on

চেলসির জন্য মৌসুমটা মোটেও ভালো যায়নি। শুরুটা হয়েছিল বেশ খারাপ, শেষদিকে এসে তবুও কিছুটা সম্মান বাঁচানো হয়েছে। টেবিলের ৬ নম্বরে এখন অবস্থান করছে দলটি। তবে চেলসির তরুণ খেলোয়াড় কোল পালমার মুগ্ধ করেছেন মৌসুম-জুড়ে। তার স্বীকৃতিও জুটলো, প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

পালমার অনেকটা একা হাতে চেলসিকে কিছুটা এগিয়ে দিয়েছেন। বলা হয় এমনটা। তিনি ৩৩ ম্যাচে ২২ গোল, ১০ অ্যাসিস্ট করেছেন। চেলসির হয়ে ঘরের মাটিতে ১৬ গোল করেছেন এই ইংলিশ উইঙ্গার। যা কিনা দিদিয়ের দ্রগবা ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পর পালমার এই অর্জনে ভাগ বসালেন।

সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করেছেন পালমার। তিনি লিখেছেন, “দারুণ! প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় বানানোর জন্য। যারা আমাকে ভোট দিয়েছেন, সকলকে ধন্যবাদ। ক্লাবের সব সদস্য, পরিবার আর বন্ধুদের ছাড়া এ অর্জন কখনো সম্ভব হতো না।”

Advertisement

ম্যানচেস্টার সিটি থেকে গত গ্রীষ্মের দল-বদলে পালমারকে দলে নেয় চেলসি।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মেসি-বার্সার চুক্তির সেই ন্যাপকিন নিলামে বিক্রি

Published

on

১৩ বছর বয়সী লিওনেল মেসি বার্সেলোনার ট্রায়ালে সবাইকে অবকা করে দিয়েছিলেন।  মেসির প্রতিভায় মুগ্ধ হয়ে যেন অন্য কোনো ক্লাব তাকে কিনতে না পারে, সে জন্য তাড়াহুড়া করে একটি ন্যাপকিন পেপারের ওপর আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করেছিলো বার্সেলোনা।

গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার মার্চে নিলামে তুলবে ব্রিটিশ নিলামপ্রতিষ্ঠান বোনহামস।  নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল ৩ লাখ ডলার।

মার্চে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, ন্যাপকিন পেপারের দাম ৬ লাখ ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে। কিন্তু মেসি-বার্সা চুক্তির সেই ন্যাপকিন পেপারটি শুক্রবার নিলামে ৯ লাখ ৬৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ২৯ লাখ টাকা) বিক্রি হয়েছে।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version