বিশ্ব শান্তি সূচকে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ

গেল বছরের তুলনায় চলতি বছর বাংলাদেশের সাত ধাপ উন্নতি হয়েছে বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই)। বিশ্ব শান্তির এ সূচকে ২ দশমিক ০৬৮ স্কোর নিয়ে বাংলাদেশ ৯১তম স্থানে উঠে এসেছে। গেল বছর ছিল ৯৭তম অবস্থানে।

আজ বৃহস্পতিবার বিশ্ব শান্তি সূচক-২০২১ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি)। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিতে তৃতীয় অবস্থানে বাংলাদেশ।

প্রতি বছর বিশ্বের স্বাধীন ১৬৩টি দেশ ও ভূখণ্ডের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেওয়া পদক্ষেপের ওপর নির্ভর করে এই তালিকা তৈরি করে আইইপি। চলতি বছর সহিংসতার অনুপস্থিতি বা সহিংসতার ভয়কে ধরে তিনটি মানদণ্ড- সুরক্ষা এবং নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়ণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সূচক।

শান্তির সূচকে গেল বছরের তুলনায় একেবারে সাত লাফ দিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ার প্রভাব পড়েছে সূচকে। গেল বছরের তুলনায় ১৯ ধাপ অবনতি ঘটিয়ে দেশটির এবারের অবস্থান ৯৫তম। তবে দক্ষিণ এশিয়ায় চতুর্থ স্থানে রয়েছে দ্বীপ দেশটি।

অন্যদিকে, গেল বছরের তুলনায় দুই ধাপ উন্নতি করেছে ভারত। এ বছর বৈশ্বিক শান্তির সূচকে দেশটির অবস্থান ১৩৫তম এবং দক্ষিণ এশিয়ায় পঞ্চম।

তবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ পরিস্থিতির সবচেয়ে বেশি উন্নতি হয়েছে পাকিস্তানে। গত বছরের তুলনায় দুই ধাপ উন্নতিতে বর্তমানে ১৫০তম অবস্থানে উঠে এসেছে দেশটি। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের অবস্থান ষষ্ঠ।

বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় টানা চতুর্থবারের মতো একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। দেশটির অবস্থান ১৬৩তম। দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশের তালিকায় সবার ওপরে আছে ভূটান। এরপর আছে নেপাল। তবে বৈশ্বিক সূচকে দেশ দুটির অবস্থান যথাক্রমে ২২তম এবং ৮৫তম।

 

এসএন

Recommended For You

Exit mobile version