ড্র করেও শেষ ষোলোয় জার্মানি

দূর্ভাগ্যটা হাঙ্গরির। জার্মানির প্রতিবাদ আর প্রতিরোধকে রুখে দিতে পারেনি। সমকামীতার বিরুদ্ধে পাশ হওয়া আইনের প্রতিবাদ জানিয়ে একাট্টা জার্মানির সব শহর। প্রতিটি স্টেডিয়াম রংধনুর রং-এ রাঙ্গিয়েছিলো। কিন্তু ব্যতিক্রম ম্যাচ ভেন্যু মিউনিখ। উয়েফার আপত্তিতে সেখানে কিছুই হয়নি।
 
ম্যাচে যেন তারই জবাব দিচ্ছিলেন ফুটবলাররা। কিছু বুঝে ওঠার আগে ম্যানুয়েল ন্যয়ারকে বোকা বানান এডাম সলো-ই। হাঙ্গেরিয়ান অধিনায়কের হেড নিশ্চুপ করে দেয় গ্যালারি। প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে গিয়েছিলো ডিমেনশেফটরা।

দ্বিতীয়র্ধে কাই হাভার্টজ প্রাণ ফেরান মিউনিখে। কিন্তু জোয়াকিম লোর কপালে চিন্তার ভাঁজ ফেলেন দেন আন্দ্রাস সাফার। ম্যাচের তৃতীয় গোল, এটিও হেডে। 

পরাজয় আর বিদায় যখন হাতছানি দিয়ে ডাকছে তখনই বদলি হিসেবে নেমে লিওন গোরেৎসজকা ত্রানকর্তা জার্মানির। শেষ অ্যাসাইনমেন্টে আরও একটা প্রাণ পেলেন জোয়াকিম লো।

পরপর দু ম্যাচে বর্তমান আর সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নকে রুখেও গ্রুপের শেষে থেকে শেষ করতে হলো হাঙ্গেরিকে। দূর্ভাগ্য ছাড়া আর কি! 

এস 

Recommended For You

Exit mobile version