নির্বাচন কীভাবে হবে তা সংবিধানে লেখা আছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী

বাংলাদেশে একটি সংবিধান আছে, এ সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা সম্পূর্ণভাবে লেখা আছে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটা গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের কোনো আপত্তি নেই।

আনিসুল হক বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে। বাংলাদেশে আওয়ামী লীগই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

এ সময় আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, আখাউড়া-কসবা সার্কেল (অতিরিক্ত) নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা-নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version