পাঠ্যবইয়ে বানর থেকে মানুষ হয়েছে এমন তথ্য নেই : শিক্ষামন্ত্রী

পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে, তার অধিকাংশ ১০ বছর আগের ভুল। পাঠ্যবইয়ে কোনো ভুল যদি থাকে, সেটা অনিচ্ছাকৃত। আর যদি কেউ ইচ্ছাকৃত ভুল করে, তার জন্য আমরা তদন্ত কমিটি করেছি। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাকের অভিজ্ঞতামূলক শিক্ষা তরীর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পাঠ্যবইয়ের কোথাও বানর থেকে মানুষ হয়েছে, এমন কোনো তথ্য নেই। অথচ, একটা গোষ্ঠী অপপ্রচার করছে। যেই ছবিটা রয়েছে, বিভিন্ন সময়ের মানুষ। আদিযুগে মানুষ দেখতে কেমন ছিল, আর এখন কেমন। অনেকেই না দেখে মন্তব্য করছেন, সত্যিই মনে হয় বইতে এই কথাটি রয়েছে। আপনারা বই খুলে দেখেন, কোথাও এই কথা নেই। কেউ গুজবে কান দেবেন না।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version