Connect with us

ঢালিউড

আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি: শামীম

Published

on

পেরেছি

ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান একসঙ্গে দুই ডজন নাটকের কাজ শেষ করেছেন।  এ উপলক্ষে কেক কেটে উদযাপন করেছেন এই জুটি।

সোশ্যাল মিডিয়ায় কেক কাটার মুহূর্তের ভিডিওটি পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন অহনা। ক্যাপশনে লিখেছেন, ‘দুই ডজন কাজ এত অল্প সময়ে, আলহামদুলিল্লাহ।’

অন্যদিকে অহনার পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করে শামীম হাসান সরকার লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি। আরও যেতে হবে।’ তারা দুজনই নিজেদের পোস্টে একে অপরকে ট্যাগ করে দিয়েছেন। সঙ্গে যুক্ত করেছেন লাভের ইমোজি।

সম্প্রতি গোপনে বিয়ে করা নিয়ে আলোচনায় আসেন শামীম-অহনা। মূলত, অভিনেতাই মজার ছলে বিষয়টি উসকে দেন। গত ২২ জানুয়ারি মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে ‘বিবাহের হলফনামা’ প্রকাশ করেন শামীম। অহনাকে ট্যাগ করে দেয়া সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’

শামীম হাসান সরকারের সেই পোস্টটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তবে কেউ কেউ সেটিকে ‘নাটকের গল্প’ বলেও মন্তব্য করেছেন, তাদের ধারণাই ঠিক। বাস্তবে নয়, এটি নাটকের ‘বিবাহের হলফনামা’।

Advertisement

আসছে ভালোবাসা দিবসে রিফাত আদনান পাপনের পরিচালনায় ‘কোটি টাকার কাবিন’ নামের একটি নাটকে জুটি বেঁধেছেন শামীম-অহনা।

ঢালিউড

ভেঙে ফেলা হচ্ছে ডিপজলের ‘পর্বত’ সিনেমা হল

Published

on

ভেঙে ফেলা হচ্ছে ঢাকার গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল ‘পর্বত’। সেখানে মার্কেট তৈরি করে মাল্টিপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

রোববার (২ জুন) অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজেই হল ভাঙ্গার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডিপজল জানান, হলটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেখানে মার্কেট তৈরি করা হবে। তবে মার্কেটের উপরে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে। তিনটি স্ক্রিন নিয়েই এই মাল্টিপ্লেক্স চলবে।

তিনি জানান, হলটি দীর্ঘদিন যাবৎ বন্ধ পরে ছিল। এ কারণেই এমন সিদ্ধান্ত।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে দেশে প্রায় ১ হাজার ২৫০ সিনেমা হল ছিল। সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে দেড়শতে। এর মধ্যে প্রায় ৬০টি সিনেমা হল সচল রয়েছে। বাকিগুলোও রয়েছে বন্ধ হওয়ার ঝুঁকিতে।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

নায়ক হয়ে আসছেন মান্নাপুত্র সিয়াম

Published

on

ঢাকাই সিনেমার প্রয়াত সুপারস্টার মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস। চলতি বছরেই রুপালি পর্দায় নায়ক হয়ে হাজির হবেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিয়াম নিজেই।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন। অভিনয়ের থেকে সিনেমা নির্মাণের দিকে বেশি আগ্রহ থাকলেও তাঁর বাবার ভক্তদের কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে যাচ্ছেন সিয়াম।

এ বিষয়ে সিয়াম বলেন, ‘অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। তবে এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না। চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন।’

সিয়াম আরও বলেন, ‘বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি।’

সিয়ামের এ ইচ্ছায় অবশেষে চলচ্চিত্রপ্রেমীদের চাওয়া পূরণ হতে চলেছে।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

জুয়া ব্যবসায় জড়ালেন পরীমণি!

Published

on

সম্প্রতি অনলাইন জুয়া কোম্পানির সঙ্গে নাম জড়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহির। সেই রেশ কাটতে না কাটতে জুয়ার বিজ্ঞাপনে দেখা গেলো ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণিকে।

গেল মার্চে অনলাইন জুয়া কোম্পানিটির শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা করা হয়।  রোববার (২ জুন) নিজের ফেসবুক পেজে অভিনেত্রী ঐ কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেন। সেখানে ঐ জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে পরীমণি সবাইকে আমন্ত্রণ জানান।

জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হওয়ার বিষয়ে পরীমণি বিরক্তি প্রকাশ করে পাল্টা প্রশ্ন করেন, ‘কে বলেছে এটা জুয়া কোম্পানির ওয়েবসাইট? ভালো করে খোঁজ নিয়ে ফোন করুন।’ এরপরই ফোন কেটে দেন তিনি।

পরীমণি অস্বীকার করলেও ওই কোম্পানির ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, সেখানে চলছে বিভিন্ন লোভনীয় জুয়ার অফার।

রোববার থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর এ উপলক্ষে অনলাইনে শুরু হয়ে গেছে জুয়ার রমরমা ব্যবসা। বিভিন্ন জুয়া কোম্পানি গ্রাহকদের আকর্ষণ করতে লোভনীয় সব অফার দিচ্ছে। শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত করছে ঢালিউড তারকাদের। তাঁদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কোম্পানিগুলো।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version