Connect with us

ঢালিউড

যারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১

Avatar of author

Published

on

২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে। এবার ২৭টি বিভাগে ৩৪ জনকে পুরস্কার দেয়া হচ্ছে।

আজ রোববার (২৯ জানুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২১ সালের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত অভিনয়শিল্পী ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন।

এবারের আসরে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন যৌথভাবে মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)।

শ্রেষ্ঠ অভিনেত্রীও নির্বাচিত করা হয়েছে যৌথভাবে। তারা হলেন- আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)।

Advertisement

এবারের আসরে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেত্রীসহ সাতটি পুরস্কার জিতে নিয়েছে ‘নোনাজলের কাব্য’ চলচ্চিত্রটি।

এছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আকা রেজা গালিব (ধর), শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র কাওসার চৌধুরী (বধ্যভ‚ মিতে একদিন), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে শম্পা রেজা (পদ্মপুরাণ), শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা)।

অন্যদিকে, শ্রেষ্ঠ শিশুশিল্পী আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ সংগীত পরিচালক সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ গায়ক কেএম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ সুরকার সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ কাহিনীকার রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ), শ্রেষ্ঠ সম্পাদক সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক দলগত-সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শব্দগ্রাহক শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)।

শ্রেষ্ঠ মেক-আপম্যান দলগত- মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি) ও শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পাচ্ছেন জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)।

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ঢালিউড

যার হাত ধরে মিডিয়ায় পা রাখেন জায়েদ খান

Avatar of author

Published

on

জায়েদ-খান

জায়েদ খান আলোচনায় থাকেন সবসময়।  এবারের ঈদে মুক্তি পেয়েছে জায়েদ অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি।  সিনেমাটি মুক্তির পর স্লোগানে স্লোগানে ভরে উঠেছে প্রেক্ষাগৃহ। নানাভাবে জায়েদ খান ট্রলের শিকার হলেও এবার বোঝা গেছে তার জনপ্রিয়তা কোন জায়গায়। লাইন ধরে সিনেমা হল থেকে বের হওয়া দর্শকেরা জায়েদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

তবে যার হাত ধরে মিডিয়া জগতে পা রেখেছিলেন জায়েদ খান। সে নামটি এতদিন অজানাই ছিল। প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর হাত ধরেই মিডিয়াতে পা রাখেন জায়েদ।

সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাখুলি কথা বলেন প্রখ্যাত কন্ঠশিল্পী খালিদ হাসান মিলুর বড় সন্তান সঙ্গীত শিল্পী প্রতীক হাসান।

প্রতীক হাসান বলেন, জায়েদ খান তাঁর চাচাতো ভাই। আর একটি কথা না বললেই নয় তাঁর আব্বুর হাত ধরেই জায়েদ খান ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। সেসময় আব্বুর পিছু পিছু সবসময় থাকতেন। ব্যাগ নিয়ে নিয়ে ঘুরতেন।

প্রতীক হাসান আরও বলেন, ‘বাবাকে তিনি অনুকরণ করতেন। বাবা যেটা পরতেন তিনি সেটা ফলো করতেন নিখুঁতভাবে। ছেলে হয়েও তাঁরা হয়তো পারেন নি। কিন্তু চাচাকে অনুকরণ করে তার মতো ফ্যাশন করা জায়েদ, এখনও তেমনটা করেন। বুট জুতা পরা, হাইনেক পোশাক পরা, গলায় গোল্ডের মোটা চেইন পরা। এগুলো সবটাই উনি বাবার কাছেই শিখেছেন।’

Advertisement

এসব নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে প্রতীক বলেন, তাঁর বাবা একবার চেইনওয়ালা হাইনেক শার্ট পরেছিলেন। এটা জায়েদ খান কোনো ভাবেই মেলাতে পারছিলেন না, তখন হাত ঘড়ির চেইন কেটে আব্বুর মতো শার্টের ডিজাইন করে বানিয়েছিলেন। আর তাঁর বাবাকে দেখিয়ে বলেছিলেন, চাচা আপনার মতো হয়েছে না?

প্রসঙ্গত, সোনার চর সিনেমটিতে জায়েদ খানের পাশাপাশি অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

সমালোচকদের একহাত নিলেন অপু বিশ্বাস

Avatar of author

Published

on

সংগৃহীত ছবি

নিজের অভিনয়গুণে অনেক আগেই ঢাকাই চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ভার্সেটাইল অভিনয়ের  জন্য এখনও এই নায়িকাকে ‘ঢালিউড কুইন’ বলা হয়ে থাকে। রূপালি পর্দার বাইরে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ঢালিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনের বাইরে দেশের বিভিন্ন জায়গায় শোরুম বা আউটলেটের গ্রান্ড ওপেনিং প্রোগ্রামেও দেখা যায়। যেখানে ফিতা কাটেন বা শোরুম উদ্বোধন করতে দেখা যায় এই নায়িকাকে। এতে অনেক আলোচনা সমালোচনার মধ্যে পড়েন এই নায়িকা।আর সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হতে হচ্ছে তাকে।

ঈদুল ফিতর পরবর্তী এক অনুষ্ঠানে অংশ নিয়ে সমালোচকদের একহাত নিয়েছেন তিনি। সোশ্যালমিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে কেন অপুকে ‘ফিতা কাটা নায়িকা’ বলা হয়? এমন প্রশ্নের জবাবে ঢালিউডের এই অভিনেত্রী বলেন, যাদেরকে এই বিষয়ে জবাব দেব তাদের তো আসলেই আমার কথা শোনার মতো যোগ্যতাই নেই।

অপু  বিশ্বাস বলেন, ‘তারপরও বলছি- একজন অভিনেতা-অভিনেত্রীর কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। একজন অপু বিশ্বাসের ক্যারিয়ারের খুব অল্প দিনের নয়। অনেক পথ পেরিয়ে আমি এখানে এসেছি। আমি এ অঙ্গনে এসেই যে নায়িকা হয়ে গেছি- তা কিন্তু নয়। অনেক উত্থান-পতন পেরিয়ে আমি কিন্তু নায়িকা হয়েছি। আমাকে নিয়ে যারা এ ধরনের মন্তব্য করছে, আমি বলব- তারা না বুঝেই এসব করছে। শুধু আমি নয়, এটা অনেকেই করে। এটা (ফিতা কাটা) তো কাজ। এটা না করার কিছু নেই।’

এসব অনুষ্ঠানে প্রচারণার জন্য নিয়ে যাওয়া হয় উল্লেখ করে এই ঢালিউড ক্যুইন বলেন, ‘আমি গেলে তাদের প্রচারণাটা বেশি হয়। ফলে মানুষের চোখে পড়ে। অন্যরা তো এমন কাজের সুযোগ পান না। অন্যদের নিলে তো এমন প্রচারণা হয় না। তাদেরকে তো কেউ চায় না। ফলে এসব মানুষ আমাকে নিয়ে এমন নেগেটিভ মন্তব্য করে।’

Advertisement

অপু বিশ্বাস আরও বলেন, ‘শুধু তা-ই নয়, আমাকে নিয়ে কথা বলে অনেকেই ভাইরাল হতে চায়। যাহোক এসব কথায় আমি কান দিতে চাই না। এসব কথা নিয়ে ভাবার সময় আমার নেই। আমি আমার কাজ দিয়ে এগিয়ে যেতে চাই।’’

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি; আবেগঘন স্ট্যাটাস আরিফিন শুভ’র

Avatar of author

Published

on

ছবি: আরিফিন শুভর ফেসবুক পেজ থেকে

মা–। এক অক্ষরের শব্দ হলেও এর মাঝেই লুকিয়ে রয়েছে বিশ্বের সবচাইতে নিরাপদ আশ্রয় আর অকৃত্রিম ভালবাসা।  মা হলেন এমন এক ব্যক্তি যিনি অন্য সবার স্থান অনায়াসে নিতে পারেন কিন্তু তার স্থান কেউ নিতে পারেন না।  পৃথিবীর সবচাইতে দামী এই মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। যার মা নেই সেই একমাত্র বোঝে মা হারানোর যন্ত্রণা।  নিজের এই ধরণের যন্ত্রণার কথা নিজের ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্য শেয়ার করেছেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।

জানুয়ারি মাসেই মা হারিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।  মা ছিলেন তার কাছে সব কিছু।  তাকে নিয়ে প্রায়ই বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতেন শুভ।  বিভিন্ন উৎসবে মাকে নিয়ে লিখতেন নানান কথা। প্রিয় মাকে ছাড়া শুভর জীবনে এবারের ঈদটিই হচ্ছে প্রথম।  তাই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা।  ঈদের আনন্দের মাঝে মায়ের শূন্যতা গভীরভাবে অনুভব করছেন।  মাকে ছাড়া প্রথমবার ঈদ উদযাপনে নিজের মনের অবস্থা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না।  মাকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেখতে দেখতে তোমার যাবার প্রায় ৩ মাস, এখনো বোঝার চেষ্টা করছি যে কি হলো আসলে, আমি কী ঘুম থেকে উঠে দেখবো তুমি পাশের রুমটাতেই আছো। সব কিছু কেমন যেনো হয়ে গেলো। পেশায় অভিনয় শিল্পী হয়েও ‘আমি ঠিক আছি’ নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।

ঈদের স্মৃতির কথা মনে করে শুভ লেখেন, তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা, যখন তোমার সাথে দেখা করতে যাচ্ছি নিচে  গার্ডরা বললো এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগলো এই ভেবে বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮-৯ বছর নোটিশ করেছে।

ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা মাকে উদ্দেশ্য করে আরো লিখেন, এবার তোমার গলার চেইনটা নিজেই পড়লাম, কিন্তু আমাদের ওই কমেডিটা করা আর হলো না যে আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না। তোমার সাথে কতো গল্প করা হলো না,আর হবে না। ঈদ মোবারক মা।  পৃথিবীর সকল মাকে ঈদ মোবারক।

Advertisement

শুধু স্ট্যাটাস দিয়েই নিজের আবেগ প্রকাশ করেন নি এই অভিনেতা। মায়ের শাড়ি কেটে পাঞ্জাবি বানিয়েছেন।  সেই পাঞ্জাবি পড়েই ঈদের নামাজের পর ছুটেছেন মায়ের কবর জিয়ারত করতে।

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

জাতীয়7 mins ago

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল, যা থাকছে আলোচনায়

ঢাকায় তিন দিনের সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। গেলো ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের পর এটি হবে বাংলাদেশে প্রথম কোনো মার্কিন...

বায়ুদূষণে বায়ুদূষণে
বাংলাদেশ13 mins ago

বায়ুদূষণে ঢাকার অবস্থান নবম

বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ নবন স্থানে রয়েছে ঢাকা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী...

মাদকবিরোধী মাদকবিরোধী
অপরাধ17 mins ago

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার  ১৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও...

জাতীয়46 mins ago

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশটির রাজধানী...

দুর্ঘটনা2 hours ago

সুরমা সেতুতে বাস-অটোরিকশা সংঘর্ষ, সংগীত শিল্পীসহ নিহত ২

সুনামগঞ্জে সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজনকে আশঙ্কাজনক...

দুর্ঘটনা3 hours ago

ঝালকাঠিতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৬ জনের মৃত্যু

ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশা নিয়ে খাদে পড়ে গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে...

বাংলাদেশ13 hours ago

‌‘প্রেমিকার দেয়া প্যান্ট ও শার্ট পরে চিরবিদায় নিলেন প্রেমিক’

সাতক্ষীরায় প্রেমিকার ওপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক। প্রেমিকাকে অন্য মানুষের সঙ্গে কথা বলতে দেখে সহ্য করতে...

বাংলাদেশ14 hours ago

হাজারো প্রবাসী শ্রমিক-ওমরাহ যাত্রী আটকা পড়েছে শাহজালাল বিমানবন্দরে

রেকর্ড বৃষ্টিপাতের কারণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)দুবাই ও শারজাহর আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এর ফলে ঢাকা থেকে এই দুই...

জাতীয়14 hours ago

বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বিভিন্ন দেশের বিমান, দিচ্ছে না কোনো রাজস্ব

বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বিভিন্ন দেশের বিমান। তবে দিচ্ছে না কোনো রাজস্ব। অনেক ক্ষেত্রে আবার আকাশ ব্যবহারের প্রমাণ পেলেও বিল...

বাংলাদেশ14 hours ago

পৃথিবীর কাছে আসছে শিংওয়ালা ধূমকেতু- বিরল ঘটনার স্বাক্ষী হচ্ছে বাংলাদেশ

প্রায় ৭১ বছর পর রহস্যময় ধূমকেতুর দেখা পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২১ এপ্রিল সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করবে ধূমকেতু 12P/Pons-ব্রুকস।...

Advertisement
সৌদি-পতাকা
আন্তর্জাতিক23 hours ago

ইরান-ইসরায়েল প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলো সৌদি

ডাকসুর-সাবেক-ভিপি-নুরুল-হক
আইন-বিচার3 days ago

নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বাংলাদেশ5 days ago

ইসরাইল থেকে সরাসরি ঢাকায় বিমানের অবতরণ- যা জানা গেলো

টুকিটাকি3 days ago

অপ্রাপ্তবয়স্ক ছাত্রকে যৌন নির্যাতন করলেন শিক্ষিকা

ফায়ার-সার্ভিস
জাতীয়6 days ago

নিয়ন্ত্রণে এসেছে বাড্ডার আগুন

আন্তর্জাতিক4 days ago

ইসরাইলে ইরানের হামলা: ভূমধ্যসাগরে ঢুকলো রাশিয়ার যুদ্ধজাহাজ

দেশজুড়ে5 days ago

যুবকের পায়ুপথ থেকে বের করা হলো ৬ ইঞ্চি ডাব

আন্তর্জাতিক4 days ago

ইরানে পাল্টা হামলার বিষয়ে যা জানালো বাইডেন

আন্তর্জাতিক22 hours ago

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

ইসলাম2 days ago

ঈদুল আযহার সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
জাতীয়3 weeks ago

গায়ের চাদর না পুড়িয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান: প্রধানমন্ত্রী

ফুটবল4 weeks ago

ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল কোচ জানালেন এটা মাত্র শুরু

টুকিটাকি4 weeks ago

জিলাপির প্যাঁচে লুকিয়ে আছে যে রহস্য!

অর্থনীতি1 month ago

বাজারে লেবুর সরবরাহ বেশি, তবুও দাম চড়া

রেশমা
বাংলাদেশ1 month ago

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার কিশোরীর ঠিকানা খুঁজছে পুলিশ

হলিউড1 month ago

নীল দুনিয়ায় অভিনেত্রী সোফিয়ার রহস্যজনক মৃত্যু

ফুটবল1 month ago

জামালকে ঠিকঠাক বেতন দেয়নি আর্জেন্টাইন ক্লাব

টুকিটাকি2 months ago

রণবীরের ‘অ্যানিম্যাল’ দেখে শখ, মাইনাস ২৫ ডিগ্রিতে বসলো বিয়ের আসর

অর্থনীতি2 months ago

গরুর মাংসের দাম কেজি প্রতি পৌনে ৬ লাখ টাকা!

অপরাধ2 months ago

ডিবিতে যে অভিযোগ দিলেন তিশার বাবা

সর্বাধিক পঠিত