Connect with us

ক্রিকেট

টস জিতে বোলিংয়ে রংপুর রাইডার্স

Published

on

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) সোমবার দিনের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে ব্যাটিংয়ে নামবেন সৌম্য সরকার-নাসির হোসেনরা।

চলতি বিপিএলে এই প্রথম মুখোমুখি হলো রংপুর রাইডার্স এবং ঢাকা ডমিনেটর্স। পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে অবস্থান করছে ঢাকা।

রংপুর রাইডার্স একাদশ: মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মাহেদী হাসান, শোয়েব মালিক, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রকিবুল হাসান, হারিস রউফ, হাসান মাহমুদ।

ঢাকা ডমিনেটরস একাদশ: সৌম্য সরকার, মিজানুর রহমান, উসমান গনি, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স ব্লেক, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সালমান ইরশাদ, জুবায়ের হোসেন।

ক্রিকেট

রেকর্ড মূল্যে দল পেয়েছেন পাথিরানা

Published

on

মাথিশা পাথিরানা একজন বোলার হিসেবে এখন বেশ চাহিদার জায়গা তৈরি করেছেন। তাকে নিয়ে দলগুলোর আশা থাকে, আর সেখান থেকে নিলামেও তোড়জোড় শুরু হয়। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরের জন্য সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন পাথিরানা। তার মূল্য উঠেছে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়ে গেছে এলপিএলের নিলাম। যেখানে পাথিরানাকে কিনেছে তার পুরোনো দল কলম্বো স্ট্রাইকার্স। এত বেশি দামে এর আগে এলপিএলের কোনো খেলোয়াড় কেনা হয়নি। যা পাথিরানার ক্ষেত্র ঘটেছে।

অন্যদিকে ইসুরু উদানাকে নিয়ে একটি আলোচনা করার মতো ঘটনা হয়েছে। যেখানে ৩ বছরের আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই পেসারের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। তাকে গল মার্ভেলস কিনে নিয়েছে ১ লাখ ডলারে। আর কোনো দল তাকে নেওয়ার আগ্রহ দেখায়নি। ফলে বিষয়টি বেশ অবাক করেছে।

পাথিরানার দল কলম্বো তাসকিন আহমেদকেও দলে নিয়েছে। তাসকিনের ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারেই তাকে কিনেছে দলটি। বাংলাদেশের আরো ক্রিকেটাররা ছিলেন এই নিলামে। তারা কেউ দল পাননি।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্বে সৈকত

Published

on

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে (পুরুষ) এর আগে কোনো বাংলাদেশি আম্পায়ার দায়িত্ব পালন করেনি। এবার প্রথমবারের মতো শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সেই দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তাও একেবারে উদ্বোধনী দিনে। উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে ইবনে শহীদ সৈকতকে।

কিছুদিন আগেই আইসিসি এলিট প্যানেলে জায়গা পেয়েছেন শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে এই অর্জন তার। ২০২৩ ওডিআই বিশ্বকাপে ৫ টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে নারী বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। এ বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দিবারাত্রির টেস্ট ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন সৈকত।

উদ্বোধনী ম্যাচ বাদেও গ্রুপ পর্বে আরো ৩ ম্যাচের দায়িত্বে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে। এছাড়াও তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবেও ম্যাচ পরিচালনার ক্ষেত্রে থাকবেন তিনি।

উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচে সৈকতের সাথে অন ফিল্ডে থাকবেন রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবে স্যাম নাগাজসকিকে। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ল্যাংটন রাসের। ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে রিচি রিচার্ডসনকে।

আগামী ২ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় যুক্তরাষ্ট্রের ডালাসে উদ্বোধনী ম্যাচে লড়বে যুক্তরাষ্ট্র ও কানাডা।

Advertisement

 

যে ম্যাচগুলোর দায়িত্বে থাকবেন সৈকত

অন ফিল্ড আম্পায়ার: ৮ জুন; নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, ১৩ জুন; যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ, ১৫ জুন; ভারত-কানাডা ম্যাচ

তৃতীয় আম্পায়ার: ৪ জুন; নেদারল্যান্ডস-নেপাল ম্যাচ, ১৬ জুন; পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

চতুর্থ আম্পায়ার: ৯ জুন; ভারত-পাকিস্তান ম্যাচ

Advertisement

 

এম/এইচ

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Published

on

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউতে মুখোমুখি হয়েছে দুই দল।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দল নিজেদের সর্বশেষ সিরিজ জিতেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ এর ব্যবধানে ম্যাচ জেতে টাইগাররা। অন্যদিকে কানাডার বিপক্ষে ৪-০ তে সিরিজ জেতে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে দুই দলের জন্যই শেষ সিরিজ এটি।

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্র স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেইলর, অ্যারন জোন্স , অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং,  নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version