সপ্তাহে ৩ দিন ভারত থেকে দেশে আসা যাবে

ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর দিয়ে সপ্তাহে তিনদিন (রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) দেশে প্রবেশ করতে পারবেন। জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের বহু সংখ্যক নাগরিক চিকিৎসা বা অন্যান্য কারণে ভারতে ভ্রমণ করেন। গত ২৯ জুন কলকাতা বাংলাদেশের উপহাইকমিশন থেকে এক সিদ্ধান্তে জানানো হয়েছে, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর বেনাপোল, আখাউড়া, হিলি, সোনামসজিদ, দর্শনা ও বুড়িমারী সীমান্ত দিয়ে সপ্তাহে তিন দিন বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।

তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ চলমান থাকবে।

মুনিয়া

Recommended For You

Exit mobile version