Connect with us

ক্রিকেট

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

Published

on

দীর্ঘ বিরতির পর আবারও দেশের বাইরে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ। সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল তামিম ইকবালরা। মঙ্গলবার (২০ জুলাই) হারারেতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে। তামিম ইকবালের চমৎকার সেঞ্চুরিতে ৫ উইকেটে জয় পেয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের করা ২৯৮ রানের জবাবে বাংলাদেশ ৪৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০২ রান করে। ম্যাচ সেরা হয়েছেন তামিম, আর সিরিজ সেরা সাকিব আল হাসান।

জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজ জয় বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু সিরিজ জয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে পয়েন্টের হিসাব। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পয়েন্টের হিসাব রয়েছে। তিন ম্যাচ জিতে নিজেদের খাতায় বাংলাদেশ ৩০ পয়েন্ট যোগ করেছে। এর ফলে ১২ ম্যাচে ৮ জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট ৮০। পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ফলে বাংলাদেশ ভালো একটা অবস্থানে রয়েছে।

জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে দীর্ঘ এক যুগ পরে বিদেশের মাটিতে আবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৯ সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছিল।

টস জয়ের পর বাংলাদেশ এ ম্যাচে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের সুযোগ দেয়। বল হাতে শুরু থেকেই বাংলাদেশের মুখে স্বস্তির হাসি ছিল। তবে ইনিংসের শেষে সেই হাসি আর ছিল না। রেজিস চাকাভা, সিকান্দার রাজা ও রায়ায় বুরির চমৎকার ব্যাটিংয়ে জিম্বাবুয়ে স্কোর বোর্ডে বড় রান সংগ্রহ করে। চাকাভা ৮৪ রান করেন। সিকান্দার রাজা ও রায়ান বুরির যথাক্রমে ৫৭ ও ৫৯ রান স্কোর বোর্ডে জমা করেন। এ ছাড়া ব্রেন্ডন টেলর ও ডিওন মায়ার্সের ২৮ ও ৩৪ রান জিম্বাবুয়ের সংগ্রহকে ২৯৮ রানে পৌঁছে দেয়।

মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়েকে তিন শ রানের কাছাকাছি অবস্থানে গিয়েও ৩০০ ছোঁয়া হয়নি। ৪৯.৩ ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস। উভয়ে তিনটি করে উইকেট পান।

Advertisement

লক্ষ্যমাত্রা বড় হলেও বাংলাদেশকে কখনো দুঃশ্চিন্তায় পড়তে হয়নি। তবে চলার পথটা যে একেবারে সাবলীল ছিল না তা নয়, ইনিংসের মাঝ পথে পথ হারানোর শঙ্কা যে একটুও জাগেনি তা নয়। বিশেষ করে পরপর দুই বলে সেঞ্চুরিয়ান তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ আউট হলে একটু শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে নুরুল হাসান ও আফিফ হোসেন ঠিকই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

তামিম ইকবালের এটি ছিল ক্যারিয়ারের চতুর্দশ ওয়ানডে সেঞ্চুরি। শুধু তাই নয়, তার ক্যারিয়ারে এটি দ্রুততম সেঞ্চুরি। মাত্র ৮৭ বলে তিনি তিন অঙ্কের রানে পৌঁছান। শেষ পর্যন্ত ৯৭ বলে ১১২ রানে শেষ হয় তার ইনিংসটি। এর আগে তামিমের দ্রুততম সেঞ্চুরি ছিল ৯৪ বলে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে এ সেঞ্চুরি করেছিলেন তিনি।

২৯৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে লিটন দাস ও তামিম ইকবাল প্রথম উইকেটে ৮৮ রান যোগ করেন। মূলত এ জুটির রান বাংলাদেশের পথটা সহজ করে দেয়। যদিও অন্য কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির দেখা পাননি, তবে জয় পেতে কোনো সমস্যা হয়নি। তামিম তার ১১২ রানের ইনিংসটি সাজিয়েছিলেন আটটি চার ও তিনটি ছয়ে। দ্বিতীয় সর্বোচ্চ রান ৪৫ এসেছে নুরুল হাসানের ব্যাট থেকে। ৩৯ বলে তিনি এ রান করেন।

এস

Advertisement

ক্রিকেট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Published

on

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউতে মুখোমুখি হয়েছে দুই দল।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দল নিজেদের সর্বশেষ সিরিজ জিতেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ এর ব্যবধানে ম্যাচ জেতে টাইগাররা। অন্যদিকে কানাডার বিপক্ষে ৪-০ তে সিরিজ জেতে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে দুই দলের জন্যই শেষ সিরিজ এটি।

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্র স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেইলর, অ্যারন জোন্স , অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং,  নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

“বয়সের জন্য কেউ ছাড় দেবে না”

Published

on

সাবেক ভারতীয় ও চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এখনো মাঠে দেখে মুগ্ধ হতে হয়। খেলার কথা ছিলো না আইপিএলের চলতি মৌসুম। কিন্তু ঠিকই মাঠে দেখা গেছে তাকে। ব্যাট হাতেও দরকারে বেশ পারফর্ম করেছেন তিনি। বয়সটা বলছে ৪২, এর জন্য তিনি কোনো ছাড় পান না- সে কথাও মনে করিয়ে দিয়েছেন ধোনি।

আইপিএলের এবারের মৌসুমে অধিনায়কত্ব করছেন না। সেই দায়িত্ব উঠেছে রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধে। প্লে-অফ নিশ্চিত হয়নি চেন্নাইয়ের, তবে দলের জন্য ধোনি ভূমিকা রেখেছেন নানাভাবে।

সম্প্রতি ধোনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, “সবচেয়ে কঠিন ব্যাপারটা হচ্ছে, আমি বছর-জুড়ে ক্রিকেট খেলি না। তো আমার ফিট থাকতে হয়। আমি যখন আসি, আপনাকে তরুণদের সাথে প্রতিযোগিতা করতে হয়, যারা ফিট এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। পেশাদার খেলা আসলে সহজ নয়, আপনাকে বয়সের জন্য কেউ ছাড় দেবে না।”

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলার পর নানাভাবে দিন কাটছে ধোনির। পরিবারের সাথে সময় দেওয়া, চাষাবাদ করা, পুরোনো গাড়ি চালানো- এমন নানা কিছু হতাশা থেকে দূরে রাখে এই সাবেক ভারতীয় ক্রিকেটারকে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

আফগানিস্তানের বোলিং পরামর্শক ব্রাভো

Published

on

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বোলিং পরামর্শক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগান দল ইতোমধ্যে সেন্ট কিটস ও নেভিসে পৌঁছে গেছে। সেখানে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করার কথা দলটির। যেখানে যোগ দেওয়ার কথা আছে ব্রাভোর।

ব্রাভো, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ-জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অংশ ছিলেন দুইবার। ২০২১ বিশ্বকাপ শেষ করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি জানান তিনি। এ বছরের শুরুতে তিনি আইএল-টি টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনি, ৫৭৩ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৬২৫ টি উইকেট।

তার খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু এর বাইরে আইপিএল থেকে অবসরে যাওয়ার পর চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন তিনি।

আগামী মে মাসের ২৯ তারিখ, ওমানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। দলটি গ্রুপ সি’তে রয়েছে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা আছে তাদের গ্রুপ সতীর্থ হিসেবে।

আরেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কাইরন পোলার্ড, তিনি বিশ্বকাপ উপলক্ষ্যে সহকারী কোচ হিসেবে ইংল্যান্ড দলের সাথে থাকবেন বলে জানা যায়।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version