মাস্ক ব্যবহারে এসময়ে বাড়ছে ব্রণের সমস্যা!

একে তো ভ্যাপসা গরম, বাইরে গেলে ঘাম, ধুলা এরপর মহামারি করোনা ঠেকাতে সারাক্ষণ মুখে মাস্ক পরতে হচ্ছে। ফলে ত্বক তৈলাক্ত হয়ে বাড়ছে যন্ত্রণাদায়ক ব্রণের সমস্যা।

এসময় ব্রণ দূর করতে ঘরেই যা করতে পারেন:

আধা চা চামচ হলুদ গুঁড়া এবং এক চা চামচ দইয়ের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে নিন। এটি একসঙ্গে আপনার মুখ এবং ঘাড়ে মাখুন, হালকা করে আঙুলের মাথা দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন। এরপর ১০ মিনিট  রেখে পানি দিয়ে ধুয়ে নিন।

এক টুকরো বরফ কাপড়ে নিয়ে মুখে ঘষুন, এতে আপনার মুখের ছিদ্রগুলো বন্ধ করতে সহায়তা করবে এবং লালভাব বা জ্বালা কমাবে।
হলুদ গুঁড়ো এছাড়াও ব্রণ-দাগকে হ্রাস করে যখন মধুর সঙ্গে মিশছে।  হলুদ এবং মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। সপ্তাহে মাত্র দু’বার এই প্যাক ব্যবহারে ব্রণ তো দূর হবেই, সঙ্গে ত্বক পাবে বাড়তি উজ্জ্বলতা।

Recommended For You

About the Author: Bayanno Digital

Exit mobile version