আর্কাইভ থেকে এশিয়া

ধ্বংসস্তূপ থেকে ১ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারীরা

ধ্বংসস্তূপ থেকে ১ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারীরা
তুরস্কে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। আদিয়ামান শহরে ১৭ বছরের একজন কিশোরীকে জীবিত এবং ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারীরা। শুক্রবার(১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এর আগে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল, সেনাবাহিনীর উদ্ধারকারী দলসহ মোট ৬১ জনের একটি দল তুরস্কের আদানা এয়ারপোর্টে পৌঁছায়। উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ।

এ সম্পর্কিত আরও পড়ুন ধ্বংসস্তূপ | ১ | জনকে | জীবিত | উদ্ধার | করেছে | বাংলাদেশের | উদ্ধারকারীরা