আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ৪শ’ কোটি কোভিড টিকা দেওয়া হয়েছে

মহামারি প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আট মাসে পুরো বিশ্বে ৪শ’ কোটির বেশি কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। আজ শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানায়, কিছুটা ধীর গতিতে হয়েছে বৈশ্বিক করোনা টিকাদান কার্যক্রম। এর মধ্যে শেষ এক বিলিয়ন ডোজ টিকা দিতে সময় লেগেছে ৩০ দিন। অথচ এর আগে এক বিলিয়নে সময় লেগেছে ২৬ দিন। প্রথম এবং দ্বিতীয় বিলিয়নে সময় লাগে যথাক্রমে ১৪০ এবং ৪০ দিন।

বিশ্বে চার বিলিয়ন ডোজ টিকার মধ্যে সবচেয়ে বেশি এক দশমিক ছয় বিলিয়ন ডোজ দেওয়া হয়েছে চীনে। ভারতে ৪৫১ মিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে দেওয়া হয়েছে ৩৪৩ মিলিয়ন ডোজ টিকা। এছাড়া ব্রাজিলে ১৩৮, জার্মানিতে ৯১, ব্রিটেনে ৮৪ এবং জাপানে ৮২ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে।

জনসংখ্যার ৭০ ভাগকে টিকার পুরো ডোজ দেওয়া প্রায় শেষ হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ৬০ শতাংশের বেশি জনসংখ্যাকে টিকা দিয়েছে উরুগুয়ে এবং বাহরাইন।

এদিকে কাতার, চিলি, কানাডা, ইসরায়েল, সিঙ্গাপুর, ব্রিটেন, মঙ্গোলিয়া, ডেনমার্ক ও বেলজিয়ামে জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন