মাশরাফিকে টপকে ফাইনালে ইমরুল
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএল শুরু হয়েছিল হার দিয়ে। পরের দুই ম্যাচেও সঙ্গী হয় হার। টানা তিন হারে কোণঠাসা অবস্থা। এর পরের গল্পটা অবশ্য পুরোপুরি ভিন্ন। ধ্বংস্তূপ থেকে কিভাবে ফিনিক্স পাখির মতো উড়াল দিতে হয়, সেটা করে দেখিয়েছে দলটি। ওই তিন হারের পর কেবল জয়ের মালাই গেথে গেছে দলটি, তাদেরকে হারের স্বাদ দিতে পারেনি কোনো দলই। পারলো না মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্সও। রেকর্ড টানা ১০ জয় তুলে নিয়ে বিপিএলের ফাইনালে উঠে গেল কুমিল্লা।
যদিও মাশরাফি বিন মর্তুজার দল সিলেট স্ট্রাইকার্স টুর্নামেন্টের শুরু থেকেই ছিল অনবদ্য। গ্রুপ পর্বে প্রায় পুরোটা সময়ই লগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছিল মুশফিক-মাশরাফির দল। অন্যদিকে তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই দলটাই এখন সবার আগে শিরোপার মঞ্চে।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রোববার (১২ ফেব্রুয়ারি) প্লে-অফের কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা। এ জয়ে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল কুমিল্লা। আর তাতে সবার আগে ফাইনালেও উঠে গেল ইমরুল কায়েসের দল।
হেরে অবশ্য বাদ পড়ছে না সিলেট। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের লড়াই রংপুর রাইডার্সের বিপক্ষে। ওই ম্যাচে যে দল জিতবে তারা খেলবে শিরোপার মঞ্চে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। ১৬ রানেই ৩ উইকেট হারায় মাশরাফির। চমক হিসেবে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসেন অধিনায়ক ম্যাশ। সবাইকে চমকে দিয়ে খেললেন ক্যাপ্টেনস নক।
নাজমুল হোসেন শান্তকে নিয়ে বেশ ভালোই এগোচ্ছিলেন মাশরাফি। দুজনে মিলে যোগ করেন ৫৬ রান। বাধ সাধেন আন্দ্রে রাসেল। ২৬ রানে ম্যাশকে ফেরানোর পর দ্রুত আরও ২ উইকেট হারায় সিলেট।
৮০ রানের আগেই ৬ উইকেট হারানো দলকে কিছুটা আশার আলো দেখিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে ২৯ রানে তার বিদায়ের পর ১৭ বল হাতে থাকতেই অল আউট হয় সিলেট।
১৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে কুমিল্লা। মারকুটে ব্যাটিংয়ে সুনীল নারিন করেন ১৮ বলে ৩৯ রান। তাতেই ম্যাচটা হাতের নাগালে চলে আসে কুমিল্লার।
তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষদিকে কিছুটা চাপে পড়েছিল কুমিল্লা। চাপটা উতরে দেন মোসাদ্দেক হোসেন এবং আন্দ্রে রাসেল। ২৩ রানের জুটি গড়ে ২০ বল আগেই দলকে জয়ের বন্দরে নিয়ে এই দুই ব্যাটার।