আর্কাইভ থেকে জাতীয়

রোববার দুপুর পর্যন্ত চলবে গণপরিবহন

শিল্প-কারখানার শ্রমিকদের ফেরার সুবিধায় রোববার (১ আগস্ট) দুপুর ১২ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চলাচল শিথিল করল সরকার।
 
শনিবার রাতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শ্রমিকদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট বেলা ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে রোববার দুপুর পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলচলের সিদ্বান্ত জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।

উল্লেখ্য, শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১ আগস্ট (রোববার) থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

এ ঘোষণার পরিপ্রেক্ষিতে শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই ঢাকামুখী শ্রমিকদের ঢল নামে। তবে এর দায় নিতে নারাজ ব্যবসায়ী নেতারা। তারা জানান, আশপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে কারখানা পরিচালনের নির্দেশনা দেয়া হয়েছে আগেই।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন