এক ডজন শিরোপা সম্পূর্ণ করল ব্রাজিলের যুবারা
কলম্বিয়ায় অনুষ্ঠিত সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আবারও নিজেদের করে নিল ব্রাজিলের যুবারা। উরুগুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে রেকর্ড ১২তম বারের মতো লাতিন আমেরিকান ফুটবলের শিরোপা জয় করলো আগামীর নেইমার-ভিনিসিয়াসরা।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোরে কলম্বিয়ার বোগোটায় চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ম্যাচে সেলেসাওদের দুটি গোলই এসেছে শেষ দিকে।
ড্র হতে চলা ম্যাচের ৮৪ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন আন্দ্রে সান্তোস। এটি টুর্নামেন্টে তাঁর ষষ্ঠ গোল, যা এই আসরের যৌথভাবে সর্বোচ্চ। ১৮ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার গেল মাসে নাম লিখিয়েছেন ইংলিশ ক্লাব চেলসিতে। যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসে খেলা ফরোয়ার্ড পেদ্রো।
সাউথ আমেরিকানো অনূর্ধ্ব-২০ নামে পরিচিত এ টুর্নামেন্টের শিরোপা জেতার পথে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে নেইমারের উত্তরসূরিরা। চলতি বছরের মে মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আসরে দক্ষিণ আমেরিকা থেকে আরও অংশ নেবে উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় জায়গা করে নিতে পারেনি আর্জেন্টিনা।