দাম কমলো বিপিএলের টিকিটের
দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসর। শিরোপা নির্ধারণে বাকি আছে আর মাত্র দুটি ম্যাচ। ইতোমধ্যে সিলেটকে হারিয়ে চতুর্থবারের মতো ফাইনালে নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ফাইনালের আরেক দল নির্ধারিত হবে মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। আগের ম্যাচগুলো থেকে এই ম্যাচের টিকেটের দাম কমিয়েছে বিসিবি। তবে বাড়তে পারে ফাইনাল ম্যাচের টিকেটের দাম ।
নতুন তালিকা অনুযায়ী, সর্বনিম্ন ১০০ টাকায় খেলা দেখা গ্যালারিতে বসে। সর্বোচ্চ ১০০০ টাকা দর্শকদের খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৩০০ টাকা এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকেটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। আর ভিআইপি স্ট্যান্ডের টিকেট মূল্য ৫০০ টাকা ধরা হয়েছে ।
আরও পড়ুনঃ এক ডজন শিরোপা সম্পূর্ণ করল ব্রাজিলের যুবারা
গতকালের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের দুটি ম্যাচ টিকেটের সর্বনিম্ন দাম ছিল ৩০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের ৪০০ টাকা এবং ক্লাব হাউজ টিকেটের দাম ছিল ৮০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড-ভিআইপি স্ট্যান্ড টিকিটের দাম ছিল যথাক্রমে ২০০০ ও ১৫০০ টাকা।
ম্যাচের টিকেট যথারীতি আগের দিন ও খেলার দিন সংগ্রহ করা যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট-সংলগ্ন কাউন্টার থেকে।