সব ধরনের ক্রিকেটকে মরগানের বিদায়
আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে বিদায় নিয়েছেন আগেই। তবে খেলা চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া লিগগুলোতে। এবার সব ধরেনের ক্রিকেটকেই বিদায় জানালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এক বিবৃতিতে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার জানান, খুব গর্বের সঙ্গে আমি সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছি। এই খেলা গত কয়েক বছরে আমাকে অনেক কিছু দিয়েছে। তারপরেও অনেক চিন্তাভাবনার করে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। হয়তো এটাই সঠিক সময়। ইংল্যান্ডে এসে ২০১৫ সালে মিডলসেক্সে যোগ দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার লিগে পার্ল রয়্যালসে খেলা পর্যন্ত, প্রতিটা মুহূর্ত আমি আনন্দ পেয়েছি।
২০০৬ সালে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হয় মরগানের। এরপর নজরে আসেন ইংল্যান্ড ক্রিকেটের। ইংলিশদের দলে ডাক পেয়ে দারুণ পারফরম্যান্সের পর দলটির অধিনায়কত্ব পান মরগান। ইংল্যান্ডের হয়ে জিতেছেন একটি বিশ্বকাপ। ইংলিশদের ৪৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বমঞ্চের শিরোপা এনে দিয়েছিলেন তিনি।