আবারও মা হচ্ছেন রিয়ানা
জনপ্রিয় মার্কিন পপ তারকা রিয়ানা আবারও মা হতে চলেছেন। ইতোমধ্যে তার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এসেছে। মুহূর্তেই নেট দুনিয়ায় ছেয়ে গেছে ছবিগুলো।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) হলিউড রিপোর্টারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্লেন্ডালের স্টেট ফার্ম অ্যারেনায় সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করেন রিয়ানা। মঞ্চে উঠেই দ্বিতীয়বার মা হতে যাওয়ার ইঙ্গিত দেন ক্যারিবিয়ান এই গায়িকা। তার পরিহিত লাল রঙের পোশাকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল গায়িকার বেবি বাম্প। পরবর্তীতে তার মুখপাত্র গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন।
প্রায় এক দশক ধরে রিহানা ও এসাপ রকির বন্ধুত্ব। নিজেদের সম্পর্ক দৃঢ় হতেই সন্তান নেয়ার প্রস্তুতি শুরু করেছিলেন এই জুটি। ২০২২ সালে তাদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে সন্তানের বয়স ৯ মাস।
সূত্র : হলিউড রিপোর্টার