আর্কাইভ থেকে আইন-বিচার

ব্লগার অভিজিত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ১ জনের যাবজ্জীবন

অভিজিৎ হত্যার মামলার সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়াসহ ৫ আসামিকে ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দীর্ঘ  ছয় বছর আগে একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ মামলার রায় ঘোষণা করেন।

২০১৫ সালের একুশের বইমেলায় ২ টি বই প্রকাশ হয় অভিজিতের, সে কারণেই স্ত্রী বন্যাকে সঙ্গে নিয়ে ওই বছর ১৫ ফেব্রুয়ারি তিনি দেশে আসেন। ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলায় এক অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে নির্মম হামলার শিকার হন তারা।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন