আর্কাইভ থেকে করোনা ভাইরাস

হেলথ পাসের প্রতিবাদে উত্তাল ফ্রান্স

হেলথ পাসের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। করোনা সংক্রমণ ঠেকাতে রেস্তোরাসহ খোলা স্থানে চলাফেরা করতে বাধ্যতামূলক হেলথ পাসের আইন চালু করেছে ফরাসি সরকার। ফলে নাগরিকদের চলাচলে টিকা সনদ বা সম্প্রতি করোনা থেকে সেরে উঠার প্রমাণ সঙ্গে রাখতে হবে।  

ফরাসি গণমাধ্যম ফ্রান্স ২৪ জানায়, হেলথ পাস আইনের বিরুদ্ধে টানা তৃতীয় সপ্তাহের মতো আন্দোলন করছে ফরাসিরা। এ ধরনের আইনের মাধ্যমে নাগরিকদের মানবাধিকারে আঘাত করা হয়েছে বলে দাবি করছে তারা।

বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য রাজধানী প্যারিসে তিন হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। 

বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। তবে, কিছু কিছু এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কয়েকজন বিক্ষোভকারী।

কয়েকটি জরিপে দেখা গেছে, হেলথ পাস চালুর পক্ষে ফ্রান্সের বেশিরভাগ নাগরিকই। করোনায় ইউরোপীয় দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে অন্তত এক লাখ ১১ হাজারের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন