গাইবান্ধা সদর-ফুলছড়ি সড়কে নব নির্মিত ব্রীজের উদ্বোধন
গাইবান্ধা সদর থেকে বোয়ালি ইউনিয়নের স্কুলের বাজার ভায়া ফুলছড়ি উপজেলার সংযোগ সড়কে নব নির্মিত ব্রিজ এর উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ব্রিজটি উদ্বোধনের মাধ্যমে জন সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
তিনি বলেন, নির্বাচন এলেই বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং হত্যার রাজনীতি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালিন বৈশ্বিক সমস্যা থাকলেও সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। যার ফলে আমাগী ৪১ সালে স্মাট বাংলাদেশে পরিণত হবে।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, গাইবান্ধা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নওশা আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ঠিকাদার রাশেদ খান মেনন প্রমুখসহ স্থানীয় আওয়ামী লীগে, যুবলীগের নেতৃবৃন্দ।