আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ইসরায়েলে করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে

টিকা স্বল্পতার কারণে বিশ্বের অনেক দেশ এখনও জনসংখ্যার এক শতাংশ মানুষকেও করোনা ভ্যাকসিনের আওতায় আনতে পারেনি। সেখানে পূর্ণাঙ্গ দুই ডোজ শেষ করে বুস্টার হিসেবে তৃতীয় ডোজ প্রয়োগ শুরু করেছে ইসরায়েল। বিশ্বে প্রথম করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে সেখানে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েল সরকার বলছে, করোনার ডেলটা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পেতেই ষাটোর্ধ্ব মানুষের ওপর ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ করা হচ্ছে। যদিও বুস্টার ডোজ প্রয়োগে এখনও কোন অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মূলত টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তথ্যের ওপর নির্ভর করছে ইসরায়েল সরকার। প্রতিষ্ঠানের দাবি, ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তৃতীয় ডোজ ভালো কাজ করে।

ইসরায়েলি চিকিৎসক ইয়ান মিসকিন জানান, মূলত ডেলটা ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণের কারণেই ষাটোর্ধ্বদের করোনা টিকার তৃতীয় ডোজ দিচ্ছি আমরা। কারণ বেশিরভাগ দেশেই কোভিডের এই ধরণ তাণ্ডব চালাচ্ছে। সবার আগে মানুষের জীবনকেই গুরুত্ব দিচ্ছে ইসরায়েলি সরকার।

সাধারণত যাদের তথ্য আর গবেষণার ওপর ইসরায়েল সরকার নির্ভরশীল, সেই মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন অধিদপ্তরও এ বিষয়ে কোন ছাড়পত্র দেয়নি। তবুও সরকারের সিদ্ধান্ত মেনে টিকা নিচ্ছে বয়স্করা।

ইসরায়েলের মোট ৯৩ লাখ জনসংখ্যার ৫৭ শতাংশই টিকার পূর্ণাঙ্গ ডোজ পেয়ে গেছে। এর মধ্যে সত্তোরোর্ধ্ব নাগরিকের ৯০ ভাগ মানুষই পেয়ে গেছে টিকা। ভ্যাকসিনের প্রয়োগ চলছে শিশুদের ওপরও।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন